PERFUMANCE

[fibosearch]

কিভাবে আমি একজন আদর্শ ক্রেতাভাই হয়ে উঠবো ?

#অনলাইন‬: (ক) একটা লম্বা করে দম নিয়ে একঘন্টা সময় হাতে নিয়ে বসবেন পিসির সামনে, পারফিউমেন্স এর ফেইসবুক পেইজ-টা ওপেন করবেন ব্রাউজারে। এক ক্লিকে ওপেন করতে পারেন: পারফিউমেন্সের ফেইসবুক পেইজ-টা   (খ) লাস্ট দেওয়া পোস্ট-টাকে ধরবেন প্রথম পোস্ট হিসেবে [ সময়কে পেছনে ফালানোর এইতো আপনার সুযোগ ] ! আপনি ইউ টার্ন নিচ্ছেন... প্রথমে আগাগোড়া পড়ে নিলেন আজকের পোস্ট, এরপরে গতকালের পোস্ট, এরপরে গতপরশুদিনের পোস্ট! হাতে কাগজ কলম রাখতে ভুলবেন না যেনো, যেটা পছন্দ সাথে সাথে নাম-টা কাগজে ফুটায়ে তুলবেন নীবের আলতো আচড়ে।... আধঘন্টায় আপনি ডিসেম্বার'১৪ তে পৌছায়ে যাবেন ইনশাআল্লাহ্‌ ! মন তখন আপনার ঘ্রাণে ভরপুর নিশ্চিত, মাথায় ঘুরতেছে তিনটামাত্র শব্দ... আতর, আতর এবং আতর!!! (গ) এবার দাম দেখার পালা। ঝট করে ক্লিক করে ফেলুন পারফিউমেন্সের সুঘ্রাণ তালিকায় ।  কাগজে লেখা নাম আর লিংকে লেখা দাম যদি একসাথে হয়ে মনের দরজায় প্রিয়জনের চিঠির খাম হয়ে কড়া নাড়ে, ব্যস কাজ কমপ্লিট! (ঘ) ইনবক্সে এবার নক করে ফেলুন আপনার চাহিদা, গন্তব্য, ঠিকানা ও ফোন নাম্বার । আতরচি ইনশাআল্লাহ্‌ খুব তাড়াতাড়ি আপডেট জানায়ে দিবে। সে ম্যাসেজের রিপ্লাই দিতে দেরি করছে?? চটজলদি ঘুরে আসতে পারেন আমাদের ব্লগ থেকে । বিয়ারড অয়েল আর অরগানিক ফ্যাক্টরি'র নাড়িনক্ষত্র-ও জানা হয়ে যাবে ততক্ষণে...! (ঙ) ইনবক্সের ঝামেলায় যেতে চাচ্ছেন না ? পছন্দ করা নামগুলো নিয়ে চলে আসুন আমাদের ওয়েবসাইটে  . একদম আপনাদের মনের মতন করে সাজায়েছি 😀 . ‪#‎অফলাইন‬: (ক) খিলগাও এর আশেপাশে থাকলে টুপ করে চলে আসবেন ( শনিবার বাদে) খিলগাও পাকা মসজিদ মার্কেট কমপ্লেক্সে, তৃতীয় তলায় সিড়ি দিয়ে উঠেই বামদিকে দেখবেন পারফিউমেন্স এর শোরুম! সেথায় বসে আছে দোকানের দায়িত্বে নিয়োজিত সহকারী আতরচি.. ও কি, সামনে দেখি প্রাইজ-লিস্ট! সেখান থেকে ক্যাটাগরি অনুযায়ী নাম বললেই সে আপনাকে ঘ্রাণগুলো চাখাবে, আপনার হাতে অল্প করে মেখে দিবে। পছন্দ হলেই ডিব্বা-টা আলাদা রাখতে বলবেন। চয়েজ শেষে সেগুলা দেখালে রেডিমেড প্যাক করা সেই পারফিউম অয়েলটিই আপনাকে ধরায়ে দিবে সে। ক্যাশমামু থুক্কু ক্যাশমেমো নিতে ভুলবেন না যেনো...! (খ) আপনি যদি খিলগাও এর দূরের কেউ হন /ঢাকার বাইরের কেউ হন, তবে পারফিউমেন্সের ডিলার লিস্টি থেকে দেখে নিন আপনার আশেপাশে পারফিউমেন্সের ২০ জন ডিলারের কে আছেন 🙂 খাপে খাপে মিলে গেলে, বাজিমাৎ!