আলহামদুলিল্লাহ্, দেশে প্রায় ১০ জায়গায় এখন পারফিউমেন্সের পণ্য পাওয়া যাচ্ছে, অফলাইনে । অনলাইনের যান্ত্রিক জাল থেকে বাস্তব জীবনে পা বাড়ানোর মূল কারণ অবশ্যই, রাসূল (সা) এর সুগন্ধী ব্যবহারের সুন্নাহকে ছড়িয়ে দেওয়া।
গত ১৭ বছরের বেশি সময় ধরে আতর ব্যবহার করছি, মক্কা মদিনা থেকেও অনেক আতর হাদিয়া পেয়েছি, কিন্ত কোনটাই ব্যবহার করে শেষ করতে পারিনাই। Perfumance এর আতর টাই শেষ করতে পারলাম। কোয়ালিটি ও গন্ধ দুটোই অতুলনীয় 🙂 আজকে Afdhal থেকে অর্গানিক একটা নিলাম, মন মাতানো গন্ধ 🙂
দারুন সুঘ্রাণ মাশা আল্লাহ! খুব ভালো মিস্টি ব্যাবহার আর সময়ের সাশ্রয়। আর সেই সাথে প্রোডাক্টগুলো অসাধারণ । ধন্যবাদ ভাইয়েরা। শুভকামনা রইলো।
প্রায় ৬ ধরণের নিয়েছিলাম, সুরাতি ব্লাক, পলো ব্লু এবং বারবারা খুব ই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আজও এক ভাইকে পাঠিয়েছি ৮/৯ ৪ এমএল নিয়া আসতে। ধন্যবাদ, আতারচি (হাসিব রাহাত) ভাইজানকে।