কতই না হতাশা-নিরাশা, বাধা-বিপত্তি পেরিয়ে রুবায়েতের দ্বীনের পথে আসা! বন্ধুদের টিটকারি, বাপ-মায়ের বকাঝকা, হারাম রিলেশানের পরিসমাপ্তি - কম ঝক্কি তো পোহায় নি সে! কুরআন সুন্নাহর আলোয় জীবনকে সাজানোর চেষ্টায় কম অশ্রু ঝরায় নি সে।
রবের সাথে সম্পর্ক গড়ার স্বাদ যখন থেকে সে আস্বাদন করতে শুরু করেছে তখন থেকেই সে তার জীবনের প্রতিটি ক্ষেত্র একটু একটু করে সুন্নাহ্ দিয়ে সাজানোর চেষ্টা করছে। যেই সুঘ্রাণপ্রিয় রুবায়েতের কালেকশানে ছিল অনেকগুলো "ড্যাশিং" এলকোহলিক পারফিউম, সেগুলোর প্রতিস্থাপন ঘটে গেল হৃদয়জুড়ানো অর্গানিক আতরগুলো দ্বারা। সেই অর্গানিক আতরের সংগ্রহের মাঝে মেশক ও আম্বরের অনুপম সম্মিলন এই "এম্বার সুপিরিয়র" তার সবচেয়ে প্রিয়! আর তা হবেই না বা কেন, কুরআন সুন্নাহ্ দিয়ে যে নিজের জীবনকে গড়তে চায়, সে তো রাসূলের পছন্দের সাথেই নিজের পছন্দকে মিলাতে চাইবে!
"মুহাম্মদ ইব্ন আলী (রাঃ) বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম: রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি সুগন্ধি লাগাতেন? তিনি বললেন: হ্যাঁ। তিনি পুরুষদের উপযোগী মিশক এবং আম্বর ব্যবহার করতেন। (সুনানে আন নাসায়ী , হাদিস নং ৫১১৬)"
হাদীসের মাধ্যমে রুবায়েত যখন আরো জানতে পারে যে, কিয়ামতের দিন আল্লাহর রাহে আহত ব্যক্তির শরীরের প্রবাহিত রক্ত থেকেও মেশকে আম্বরের মতো সুগন্ধি ছড়াতে থাকবে, (বুখারী ২৮০৩, মুসলিম ১৮৭৬), তখন থেকেই অতি উন্নত মানের মেশকে আম্বরের খোঁজে সে যে কত জায়গা চষে বেড়িয়েছে...! অবশেষে আল্লাহর ইচ্ছায় আফদাল এর এই "এম্বার সুপিরিয়র" তার আশাকে নিরাশায় পরিণত হতে দেয় নি! রুবায়েত যেন পেয়ে গেল তার সোনার হরিণ!
Leave feedback about this