5
/5Based on 2 rating(s)
অউদ মানে আভিজাত্য, অউদ ভালো পবিত্রতা, অউদ মানে একটা “ভালোবাসা” আর সেটা যদি হয় সুদূর আতরের রাজধানী কান্নুজ থেকে আনা! তাহলে তো আর কথাই নেই, এক বেলা খাবারের পয়সা বাঁচিয়ে হলেও তাকে ছিনিয়ে আনা যায় আতরচির কাছ থেকে। আর যখন বোতলের মুখ খুলে এক সটীক নিজের হাতের তালুতে অথবা কব্জিতে লাগাবেন, ব্যাস; মনে হবে এইমাত্র আগুনে পোড়া আগর কাঠ নাকের সামনে কেউ এনে ধরেছে! কম করে হলেও ৫-৬ ঘণ্টা চামড়ার সাথে ততটুক ভালবাসার সহিত লেগে থাকবে, যতটুক ভালোবাসা দিয়ে হালাল পয়সা জমিয়ে আপনি তাকে ক্রয় করেছিলেন 🙂
Valo
Leave feedback about this