রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি?
.
এক টুকরা খেজুর আর গ্লাসখানেক পানি দিয়ে সেহেরি করতে করতে এমনটাই ভাবছিলো সে । সোমবারের রোজা-টা রাখবে সে । সত্যিই, আশেপাশের ফেত্না থেকে বাঁচতে আর নিজকে গন্ডির মধ্যে আবদ্ধ রাখতে রোজার যে বড় একটা ভূমিকা আছে, সে এদ্দিনে বুঝে গেছে বেশ ! বিয়ে ভাগ্যে যেদিন লেখা আছে সেদিন ই হবে ইনশাআল্লাহ , সেই অব্দি নিজকে প্রস্তুত করা আর চরিত্র অটুট রাখার লাগিয়া সোম-বিষ্যুদ-আইয়্যামে বীজেররোজা-তাহাজ্জুদ , এই তো এনাফ !
.
ফজর পড়ে, হালকা জগিং করা তার বহুদিনের অভ্যাস। মাঝেমাঝে তার মনে হয়, টুপ্প করে নীলচে আকাশের কাছে চলে গেলে যদি নাকভরে ঘ্রাণ নিতে পারতো সেই বিস্তৃত সীমানার, তখন যেই অনুভূতির জালে আটকা পড়ত সে ; ভোরের হাওয়াটা মনের মাঝে সেরকম দ্যোতনা'র ই সৃষ্টি করে....! গত সারাদিন প্রচন্ড বৃষ্টিতে শহর তলিয়ে গেছিলো, এখনো কিছু রাস্তায় জমে থাকা পানি সেঘটনার ইংগিত দেয় । পানিমাখা পথ দিয়ে হাঁটতে হাঁটতে আরো অনেক কিছু ভাবছিলো সে । আচমকা এক ঘ্রাণের ঢলক আছড়ে পড়লো যেনো তার উপরে!
.
আজীব, এমন ঘ্রাণ এই সক্কালে মাখে মানুষ চনমনে একোয়াটিক ঘ্রাণের ডিব্বা , ফেরারির মতন ছড়ানো স্বভাবের আর কুল ওয়াটারের মতন স্নিগ্ধতা, পুরোদস্তুর একখানা কর্পোরেট সুবাস কাপড়ে ছিটিয়ে হাঁটতে বের হয়েছে কেউ । তার চিন্তাটাকে সত্য প্রমাণ করতেই পাশ দিয়ে হালকা বেগে হেঁটে গেলেন মাঝবয়েসী একজন, এলকোহলিক পারফিউমের চারিদিক-দখল-করা ঘ্রাণ বের হচ্ছে ভুর ভুর করে !
.
সেদিন বাসায় ফিরে অফিসের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলো সে, কাবার্ড থেকে অবিকল সেই সকালবেলা টের পাওয়া পারফিউমের এলকোহলমুক্ত ভার্সন " ক্যোশাস নাইট " হাতের তালুতে মেখে কাপড়ে বুলিয়ে নিলো । ও হ্যা, পরিপাটি কাপড় পড়ে নিয়ে, চুলগুলো উষ্কুখুষ্কু না রেখে ভালো করে আচড়েও নিয়েছিলো সে । রাসূল(সা) এর সুন্নাহ-টা জানা আছে তার, আশপাশের মানুষদের সে তার রোজদার হালত বুঝতে দিতে রাজি না
.
তারপর আর কি। অফিসে তার " সময়োপযোগী সুবাস-চেতনা"র ভূয়সী প্রশংসা , আরো কয়েক কলিগের এই বোতলজাত সুঘ্রাণ কিনে দেওয়ার বায়না, বস-ভাইয়া'র প্রশংসামাখা দৃষ্টি ! পারফিউমেন্সের সাইটে গিয়ে কয়েক পিস ক্যোশাসের অর্ডার দিয়ে দিলো সে, ঠিকানা দিলো অফিসের-ই। নাও ব্বাবাহ, এবার প্রাণ ভরে সুঘ্রাণ কিনো !
আপনাদের মিষ্টি রিভিউগুলো
5
/5
Based on 1 rating(s)
5 Star
100%
1 review(s)
4 Star
0%
0 review(s)
3 Star
0%
0 review(s)
2 Star
0%
0 review(s)
1 Star
0%
0 review(s)
Reviewed by 01 customer(s)
MD Ariful Islam
কেমনে বর্নিব এর ঘ্রান? ঢাকনা খুলিতেই যে ঘ্রান নাকে আসিল, আপনারে ক্ষনিকের লাগি তীব্র অভিমানী আর হৃদয়হারা এক প্রেমীক মনে হইতেছিল, খুউব কষ্ট পাইলে কেউ যেমন শান্ত হইয়া চুপ করিয়া থাকে তেমনি। একটু পর মনে হইল, ছটো বেলা ব্লু বার্ড কলম(সেসময় ব্লু বার্ড নামে একটা কলম মার্কেট পেয়েছিল বাচ্চাদের কাছে, কারন লিখলে কালি থেকে একটা মন মাতানো ঘ্রান আসতো) দিয়া লিখিলে একটা ঘ্রান আসিত, ঠিক তেমনি হালকা একটা ঘ্রান অনুভূত হইল,। একাকী মনমরা হইয়া শান্ত হয়ে বসিয়া থাকার মতন ধ্রপদী একটা ঘ্রান।
Leave feedback about this