Description
শুরুতে নাককে আচ্ছন্ন করে ফেলা একটা Splashy ভাব, পোলো ব্লুর চাইতে বেশ খানিকটা মাইল্ড কিন্তু ছড়ানো মূলক 😀
এরপরের ঘ্রাণ ( মিডল নোট ) সম্পর্কে একটা গল্প বলে ফেলি। সেদিন এসেছিলেন এক ভাইয়া, অন্নেক রাতে 😛 ভাইয়াটা ওউধ-পাগলা বলা যায় ( আতরচির মতই 😉 ) , তবে খুব বেশি কড়াভাব-টা এখনো সহ্য করে উঠতে পারেন না বোধহয়। যাই হোক, তাকে ঘ্রাণ নেওয়ালাম, তিনি তার বস এর জন্য রিফ্রেশিং পারফিউম হিসেবেই নিলেন এটা । তাকে একটু চমকানোর জন্য একটু তার কাপড়ে লাগায়ে রাখতে বলেছিলাম, ৩মিনিট পরে তাকে জিজ্ঞাসিলাম, এইবার দেখুন ত! ভাইয়ার অবাক-চমকিত-আনন্দে উদ্ভাসিত চেহারাটা এখনো চোখে ভাসতেছে 😀 😀
সব ব্যবহারকারী ভাইদের এইরকম এক্সপ্রেশান দেখতে চাই বলেই একে অনলাইনে নিয়ে আসা, নইলে পারসোনাল ইউজ এর বাইরে একে কখনোই কারো সাথে পরিচয় করাতাম না। আশেপাশের মানুষদেরকে চমকে দিতাম, নাম জিজ্ঞাসিলে বলতুম, টপ সিক্রেট 😉
Leave feedback about this