পিংক রোজ
ফুল কে না ভালোবাসে? হৃদয়ের গহীনে সুপ্ত আবেগকে বাস্তবরূপ দিতে ফুলের জুড়ি নেই। তাইতো যুগযুগ ধরেই মানুষ ফুলকে ব্যবহার করছে ভালোবাসার নিদর্শন হিসেবে, কখনও কৃতজ্ঞতার স্মারক হিসেবে, কখনো বা সৌজন্যতার প্রকাশ হিসেবে, কিংবা উৎসাহদানের প্রতীক হিসেবে। আর এই সবগুলো ক্ষেত্রেই গোলাপের ব্যবহার চোখে পড়ার মতন। তা তো হবারই, গোলাপ যে ফুলের রাণী!
স্বয়ং রসূল সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও ফুল পছন্দ করতেন। এক হাদীসে এসেছে, আবূ হুরাইরাহ্ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “কারো নিকট কোন ফুল আনা হলে সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ, তা ওজনে হালকা এবং ঘ্রাণ উত্তম।”(সহিহ মুসলিম, হাদিস নং ৫৭৭৬)
অসংখ্য সব ফুলের মাঝে সিংহাসন দখল করা এই গোলাপের মধ্যে যেমন রয়েছে নজরকাড়া সব রঙের বিভিন্নতা ( লাল, গোলাপী,সাদা, হলুদ- আরও কত কি!), তেমনি এগুলোর সাথে জড়িয়ে রয়েছে বিচিত্র রকমের ঘ্রাণানুভূতি। রঙ-বেরঙের খেলায় এক এক রকমের গোলাপ যখন ঘ্রাণেন্দ্রিয়ে ধরা পড়ে, মস্তিষ্কের কার্যকারিতায় হৃদয়পটে যেন ভেসে ওঠে অজস্র সব আবেগ! আর সেই গোলাপ যদি হয় কমনীয়তায় ভরপুর গোলাপী রঙের, আর উৎপত্তিস্থল যদি হয় তায়েফের মতন ঐতিহাসিক জায়গা, তাহলে সেই গোলাপ লুফে নেবার সুযোগ অন্তত কোন স্নিগ্ধতাপ্রিয় সুগন্ধিপ্রেমী হাতছাড়া করবে না – এ কথা অনেকটা আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার জোরেই বলতে পারি!
সেইসব সৌরভ অনুরক্তদের কথা চিন্তা করেই Afdal নিয়ে এল তায়েফের গোলাপের স্নিগ্ধতামাখা সুবাসময় ১০০% প্রাকৃতিক আত্তার “Pink Rose”। প্রাকৃতিক সুগন্ধিগুলো বেশিরভাগই চুপচাপ প্রকৃতির, তাই সাধারণত নিজের দেহমনের প্রশান্তির জন্যই সেগুলো ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে আমাদের গোলাপী গোলাপ অর্থাৎ Pink Rose পুরোই ব্যতিক্রম! এটি ব্যবহারে অন্তরাত্মার তুষ্টির সাথে বোনাস হিসেবে পাবেন আশপাশ উদ্বেলিত করা তায়েফের গোলাপের সুবাস! চতুর্দিকে ছড়িয়ে পড়া গোলাপ, চন্দন এর অনুপম সম্মিলনের সাথে হালকা পাউডারি অনুরণনে আপনিসহ আপনার আশেপাশের সকলের মনকেই নাড়া দিতে সক্ষম এই অনবদ্য সুগন্ধিটি। কাপড়ে মাখানোর পর প্রায় তিন ঘণ্টা পর্যন্ত সমানভাবে ঘ্রাণ ছড়াতে থাকে আলহামদুলিল্লাহ্!
এ তো গেলো অসাধারণ প্রজেকশান (ছড়িয়ে পড়া) এর কথা, এবার আসি লংজিভিটি (স্থায়িত্ব) প্রসঙ্গে। এইক্ষেত্রেও প্রাকৃতিক আতরগুলোর মাঝে স্বাতন্ত্র্য ধরে রেখেছে Pink rose। অনায়াসেই ৭/৮ ঘণ্টা থাকছে ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণ, এমনকি অসহনীয় গরমেও! ( পরনের কাপড়ের ধরন, অাবহাওয়ার প্রকৃতি, আপনার ঘামানোর পরিমাণের উপর ভিত্তি করে লংজিভিটি কম-বেশি হতেও পারে)।
আমাদের এই গোলাপী গোলাপ (Pink rose) হতে পারে আপনার প্রিয়জনের প্রতি আপনার দেয়া সেরা উপহার!
Description
অর্গানিক আত্তার আর ক্যামিকাল পারফিউম-অয়েলের মধ্যে পার্থক্য-টা আকাশ পাতাল দূরত্ব থেকেও বেশি। ক্যামিকাল পারফিউম-অয়েল আপনাকে সুঘ্রাণিত করে রাখবে কয়েকঘণ্টা, কিন্তু আপনার মনকে উদ্বেল করবেনা, আপনার মস্তিস্কে চলতে থাকা জটিল কোন চিন্তাকে সে শানিত করবেনা। অর্গানিক আত্তার এদিক দিয়ে একদম ভিন্ন।এরা আপনাকে বেশ ক ঘ্রাণের সমুদ্রে ভাসাবে ত অবশ্যই ,পাশাপাশি ইফেক্ট ফেলবে মনের উপরেও, চিন্তার আধারেও। সত্যিকারের অর্গানিক যদি স্নিফ করেন একবার, সব দুশ্চিন্তা এক পলকে নাই হয়ে যেতে বাধ্য, আপনার ভেতরটা এক লহমায় পবিত্রতায় ছেয়ে যাবেই যাবে!
Afdal – افضل সিদ্ধান্ত নিয়েছিল, সে নিজেকে নিয়োজিত রাখবে দুর্লভতর অর্গানিক আত্তারের সন্ধানে ; আর এই আপনাদেরকে প্রাকৃতিক ঘ্রাণাবলির সাথে পরিচয় করায়ে দিবে।
Leave feedback about this