3.6
/5Based on 5 rating(s)
অর্গানিক আতর বলে মনেই হয় না৷
Don’t know whether there’s anything wrong about the product.
It’s flavor is mild and not seems to be very impressive
Quality is also little
আলহামদুলিল্লাহ! মাত্র হাতে পেলাম। কৌটার মুখ খুলি নাই, খালি বোতলটা হাতে নিয়েছি, আশেপাশে ঘ্রাণ ছড়ানো শুরু করেছে। তাড়াতাড়ি বক্সে রেখে দিলাম। মুখ খুললে না জানি কি অবস্থা হবে। মুখ না খুলেই, অফিসে আমার আশেপাশে অনেকেই ঘ্রাণ টের পাচ্ছে। বাসায় গিয়ে খুলতে হবে। গায়ে লাগালে, না জানি সবার কি অবস্থা হয়। চিন্তায় পড়ে গেলাম। তবে… আতর আমার সেই পছন্দ হয়েছে। যেমন সুন্দর বোতল, তার থেকেও সুন্দর ঘ্রাণ। ভাবছি… আগামীকাল অফিসে এই আতর লাগিয়ে আসবো। ঘ্রাণে কারোর কিছু হলে, আমার কোন দোষ নাই। সব দোষ আতরচী ভাইয়ের নামে দিয়ে দিলাম।
এক কথায় প্রকাশ = ৭হাজার টাকার আল-হারামাইন এর সমপক্ষ এই আতর।
এটা আমার বাকী হায়াতের সঙ্গী হয়েই থাকবে।
প্রথমে দামটা দেখে বেশ ইতস্তত বোধ হচ্ছিল,তবে প্রডাক্ট হাতে পাওয়ার পর প্রথম ইম্প্রেশনেই আতরটার প্রেমে পরে গেলাম মনে হচ্ছিল “ইট ওয়াজ আ গুড ডিল” পরক্ষনেই আনন্দ আরো অনেক গুনে বেড়ে গেলো যখন আতরটির প্রথম সুবাস নিলাম,মনে হচ্ছিল যেন কোথাও হারিয়ে গিয়েছি। এত্তো মনোমুগ্ধকর সুবাস এর আগে আমি কক্ষনো নেইনি সত্যি অসাধারণ, ধন্যবাদ আতরচি ভাই অসাধারণ এই আতরটি আপনার কালেকশনে জন্য ।
Leave feedback about this