4
/5Based on 2 rating(s)
যতই ঘাসের কথা বলা হোক আমার কাছে মনে হয়েছে আমি একটি লাইভ স’মিল সাথে নিয়ে ঘুরছি। ঘরের ভিতরে এটা মাখলে মনে হবে সব ফার্নিচার মাত্র দোকান থেকে নিয়ে আসলেন।
ঘ্রাণ টা গুমোট এবং ছড়ায় কম আর এটা মনের উপরে কোন পজিটিভ ইম্প্যাক্ট ফেলে না।
কবরস্থানের মাটির উপর যে কাঁচা ঘাস থাকে, সেগুলর উপর শিশিরের পানি পড়ে যে আশ্চর্য একটা মিঠা মিঠা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম! আসলেই আসক্ত হয়ে গেছি কিনার পর থেকে প্রতিদিন একটু করে না মাখলে ভালো লাগে না। মৃত্যুর কথা স্মরণ করার জন্য এর থেকে ভালো অরগানিক আর দেখিনি।
Leave feedback about this