এক সৌখিন আতরওয়ালার কথা বলছি। দেশে তার ক্যামিকালের অনেক বড় ব্যবসা ছিলো। কিন্তু মন টানতো অর্গানিকের দিকে। শুনেছি ইন্ডিয়ার বেশিরভাগ ডিস্টিলারের সাথে সখ্যতা ছিলো তার! সময় সময় নিজেই চলে যেতেন মধ্যপ্রদেশ কিংবা মাইসোর, লোক দিয়ে গাছ কাটায়ে বন্ধু'র ডিস্টিলারিতে সেগুলো থেকে আতর বের করে নিয়ে আসতেন দেশে!
অনেক বছর ধরেই অসুস্থ তিনি। যখন ই তার দোকানে যেতাম, দেখতাম ধবধবে সাদাদাড়ি আর শ্বেতশুভ্র বসনের মানুষটা চেয়ারে বসে ভাবছেন কি যেন। শেষপর্যন্ত আর জানতে পারিনাই তার মনের কথা, মারা গেলেন গেলোবছর.. তার উত্তরসূরীরাও হয়তো তাকে কিংবা তার সংগ্রহে থাকা রত্নগুলোকে চিনতে পারেনি। বিক্রি করে দিচ্ছে অমূল্য সম্পদ, সেই আতরগুলো!
Leave feedback about this