Description
” ভাই এটা আতর না পানি? ” জিজ্ঞাসা করতে চেয়েও কি ভেবে যেনো কিছু বলা হলো নাহ। আরেহ, কি জাতের ঘ্রাণ এটা, এত্তগুলা লাগালাম কাপড়ে তবু কিচ্ছু টের পাচ্ছি না! আতরচির নাকের মেয়াদ কি তবে এইটুকুই ছিলো!?!
সাপ্লাইয়ার আংকেল দেখি মুচকি মুচকি হাসে ! ইউকে’র চালানে আনা প্রথম পণ্যটাই এভাবে ধোঁকা দিচ্ছে আমায়? নো, নেভার, নট ! হন্য হয়ে তাই আবারো একটু নিয়ে লাগালাম পাঞ্জাবির হাতায়… তালুতে মেখে কাপড়ে বুলালাম… উঁহু , ঘ্রাণ তো পাই না!
আশেপাশে কোথাও নাকের ডাক্তার আছে কি না, সেই খোঁজ করতে যাবো ; ঠিক সেই সময়ে ধিরিম করে ‘কি যেনো’ মাথাটাকে জাস্ট ব্ল্যাংক করে ফেললো, সম্ভিত ফিরে আসলে বুঝলাম, জিনিসটা একখানা সুঘ্রাণ বৈ কিছুই না! নিজের ভেতরে চলা চাঞ্চল্যতাকে আর আটকে রাখতে পারলাম না… ” আরেহ আরেহ, গত ৬মাস ধরে মরক্কো’র যেই আতরের ঘ্রাণ-টা খুঁজে বেরিয়েছি দুয়ারে দুয়ারে, সেটা আজ এভাবে মিলে গেলো! “– কথাগুলো কি একটু জোরেই বলে ফেলেছিলাম?
খান মোহাম্মদ আত্তার ভাই উপহার দিয়েছিলেন আমায়। হায়, এই এতটুকু করে ব্যবহার করতাম একে, পাছে ফুরিয়ে যায়? আশংকা-টাই সত্যি হয়েছিল! … অনেক বকবক হলো, এবার ঘ্রাণের উৎস খুঁজবার পালা । আশপাশ পুরো মাতোয়ারা হয়ে আছে, কিন্তু এর শুরু কোথায়, ধরাই যাচ্ছে না… কিভাবে যেনো পাঞ্জাবির হাতাটা নাকের কাছাকাছি চলে এলো এবং বাজিমাৎ ! ভাবা যায়, শুরুর সেই ‘ঘ্রাণহীন’ তরল এভাবে চমক দেখাবে? …..বলছিলাম ম্যাজিক ঘ্রাণ ” ভার্সাচে ” এর কথা ।
muntakim –
অসাধারণ মনে হয়েছে??
muntasir.rkhan –
Absolutely amazing fragrance!
Md.Shadat Alam –
I get the comparisons to Bleu de Chanel however!!
Shaikh (verified owner) –
Its a good one. Just got the parcel today.
shahidul –
আলহামদুলিল্লাহ্,, ??
ফজলে রাব্বি –
ভারসাচে শান্ত এবং স্নিগ্ধ তো বটেই, তবে আমার কাছে এটি খুব মিষ্টি একটি ঘ্রাণ লেগেছে।
ভেরি আউটস্ট্যান্ডিং!
সামিয়ান সাবির –
ভেরি আউটস্ট্যান্ডিং!আলহামদুলিল্লাহ্,, ভারসাচে শান্ত এবং স্নিগ্ধ …রিফ্রেশিং একটা সুঘ্রাণ মন ছুয়ে গেলো.. সাথে পবিত্রতা,…।
Gm. (verified owner) –
মন মাতোয়ারা একটা ঘ্রান। অত্যান্ত স্নিগ্ধ এবং রঙ ছরানোর মত। সাথে তো পবিত্রতা বহন করেই।
shafiqulbau –
কি যে ভাল লাগার মত একটা ঘ্রান বলে বোঝান যায় না।এক কথায় অসাধারণ।
aaakib619 (verified owner) –
Ma Shaa Allah.
sk9kis (verified owner) –
This one should be the best perfume with rose flavor.
adlofhitler490 –
খুবই সুন্দর।মনে হচ্ছে যেন হাজারো গোলাপের মাঝে আছি।বেস্ট ই বলবো এটাকে।
গোলাপ যাদের পছন্দ তারা চোখ বন্ধ করে নিতে পারেন।
F Rahman –
গতবছর রমাদানে শ্যমলির এক ইভেন্ট থেকে অনেক দেখে শুখে ২টো আতর কিনেছিলাম ভাই আর আব্বুর জন্য। তার মাঝে ভারসাচে ছিলো একটা। এটা আব্বুর এতো পছন্দ হয়েছে যে, আতরটা শেষ হলেই আমাকে বলেছিল এটা আবার অর্ডার দিস তো। সেটাও শেষ হলে গতবার তো বললো এবার এইটা দুই বতল অর্ডার দিবি। এভাবেই চলছে… এটা আমারও খুব বেশি পছন্দের।
Syed Mohammad Hassan –
Good
Fayid Al-Muyid –
অনেকদিন ধরে পোলো রেড আর ব্রুট কেনার সিদ্ধান্ত নিয়ে দোকানে গেলাম অথচ ভারসাচে নিতেই বাধ্য হলাম। প্রথমে ঘ্রাণটা বুঝে উঠতে পারিনি তেমন। ব্যবহারের পরে অসাধারণ লেগেছে ?
নাজমুল ইসলাম –
মাশাআল্লাহ কিনে ঠকিনি। ঘ্রানটা একদম আনকমন ও মন ভরানো, মনে হয় আতর না , কোন পারফিউম দিয়েছি। এবং সবথেকে গুরুত্তপূর্ণ কথা হল এর স্থায়িত্ব অনেক।
তামান্না –
হালকা সুঘ্রাণ, অসাধারন।
bappy –
যারা হাল্কা ফুলেল গন্ধ পছন্দ করেন তাদের জন্যে এইটা অনেক ভালো।।performance besi vaalo na.. aro besikkhon thakle valo hoto…. … bt overall onk valO
dr.naz05 (verified owner) –
হালকা,মন মাতানো গোলাপের ঘ্রাণ! মন ভাল করে দেবার মতো একটা সুগন্ধি । আমার খুব প্রিয়।
nahid_hridoy (verified owner) –
অসাধারণ
Avi Gupta –
বর্ণনার সাথে হুবুহু মিল এই পারফিউমের । সাধারণতো গোলাপ কেন্দ্রীক পারফিউমগুলোতে গোলাপ জল টাইপ গন্ধ পাই, কিন্তু ভারসাচে তে বাসী গোলাপের প্রকৃত ঘাণটাই পেয়েছি । অফিসে ভারসাচে মেখে বসে আছি, এক কর্মচারী তেমন কোনো বিশেষ কারণ ছাড়াই পাশে বহুক্ষণ দাঁড়িয়ে ছিল । এটা সম্ভবত ভারসাচেরই কেরামতি । কি আর বলবো !
Sharmin Badhon (verified owner) –
আমি দুইটি নিয়েছি একটি আব্বুর জন্য আরেকটি আমার হাসবেন্ডের জন্য। আলহামদুলিল্লাহ দুইজনেরই অনেক পছন্দ হয়েছে।
Shahadat Hossain –
সত্যিই মনোমুগ্ধকর একটা সুগন্ধী এইটা।
Zawad Tahmeed –
ভালোই, তবে আহামরি মনে হয় নি। গোলাপের স্মেলটা স্পষ্ট।