PERFUMANCE

[fibosearch]

শীত উপযোগী (লুকিয়ে থাকা) অউদগুলো

বৃষ্টির আড়ালে যেমন শীত চলে আসলো দেশজুড়ে, ঠিক সেভাবেই আমাদের অভিজাত ঘ্রাণগুলোর মধ্যে লুকিয়ে থাকা অসম্ভব সুন্দর তিন 'অউদ-সুবাস' এর সাথে মোলাকাত করাবো আপনাদের! যাদের নিয়ে গলাবাজি করতে হয়না অতটা, শীতকালে একলা একলাই ঘোরাঘুরি করে বেস্টসেলিং তালিকার আশেপাশে৷ অউদ মানে হচ্ছে কাঠ। তাহলে Perfumancebd.com/list এ থাকা 'অভিজাত্য মেশানো অউদ' মানে হলো ঘুরে-ফিরে কাষ্ঠল সুবাস, তাই তো? জ্বি না। আমরা এখানে সেসব ঘ্রাণকে রেখেছি, প্রথম দর্শনে যাদের ঘ্রাণ অন্যকিছুর বলে ভ্রম হবে। কিন্তু নিশ্চিত থাকুন, ঘ্রাণেন্দ্রিয় টের না পেলেও এতে উপাদান হিসেবে কাঠ-এলিমেন্ট ঠিকই উপস্থিত আছে। দরজা কিংবা চৌকাঠ নির্মাণে যেমন কাঠের ব্যবহার স্থায়িত্ব বাড়ায় খুব, তেমনি করে কোনো পারফিউমে যদি উডি-নোট থাকে তাহলে নির্দ্বিধায় ধরে নিবেনঃ এই সুবাস কাপড়ে অনেকক্ষণ টিকবে! #অউদ_মেশক, নামেই টের পাওয়া যায় যে এতে আছে কাঠের এন্টিকত্ব আর মেশকের নরম মোলায়েম ছোঁয়া। কয়দিন আগে কাছের এক ভাই রেহানবাবু'র জন্য সেগুনকাঠের অসম্ভব সুন্দর একটা বাবুখাট উপহার দিয়েছিলেন। সদ্য বার্নিশ করা খাট-টা যখন এনে বসালাম, আর ঘরে আগে থেকেই বিরাজমান বেবিপাওডারের মন-শান্ত করা হালকা সুবাস ; সবঘ্রাণ একসাথে মিলে 'অউদ মেশক' এর জ্যান্ত রুপ নিয়ে হাজির হয়েছিলো নাকের সামনে! চন্দন, গোলাপ আর কাঠের (বুড়োগাছের একদম ভেতরের অংশটা। ইংরেজিতে বোধহয় বলে হার্টউড) এক অব্যক্ত নিনাদ হচ্ছে #অউদ_রোজ ৷ এতে থাকা গোলাপ অংশটা মিলে যায় পারস্য অঞ্চলের গুলাবপাপড়ির সাথে, চন্দন খাপ খায় মাইসোরের মোলায়েম স্যান্ডালঘ্রাণের সহিত আর কাঠের বিবরণ তো আগেই দিলাম! এমন সুন্দর আর অভিজাত ঘ্রাণ নিয়ে আমরা খুব কম কথাই বলেছি আগে, কারণ খুব ভয় হয়, এর ব্যাপারে যত বেশি লোকে জানবে, ততবেশি তারা 'আজীবন এটাই মাখবো হে' প্রতিজ্ঞায় আটকে যাবে! ... জনহীন এক দ্বিপে থাকা একমাত্র মানুষ আপনি। যেই নৌকায় এসেছিলেন, তা তুমুল স্রোতে ভেংগে শত টুকরা — ঢেউ আপনাকে আছড়ে ফেলেছে শুকনো জমিনে।বুনোফল আর 'নারিকেলের পানি' খেয়েই দিন কাটে এখন আপনার। রুচি বদলাতে ডালের মাথায় ছুরি বেধে খপ করে একটা মাছের পেটে গেঁথে দিলেন! এবার সেটা পুড়ানোর পালা.. সেইযে নৌকার কাঠ, এতদিন 'সমুদ্রের নোনাজল' মেখেছে গায়ে। সেখান থেকে কয়েক টুকরাকে ডাংগায় এনে শুকিয়েছিলেন দরকারে কাজে লাগবে বলে। আজ সেই সময় এসেছে! সেখানে আরো কিছু বাকল জড়ো করে অনেক কষ্ট করে আগুন ধরাতেই সেখান থেকে 'সোদা কাঠপোড়া' একটা ঘ্রাণ নাকে এসে ঠেকলো। ক্ষুধায় যদি অতটা কাবু না থাকতেন তখন, ঠিক বুঝতে পারতেন, পরিবেশ আর ঘ্রাণটা অবিকল #অউদ_বাহরি'র মত !