Skip to main content

এই প্রাইভেসি পলিসি ব্যাখ্যা করবে কিভাবে আমরা পারফিউমেন্স কর্পোরেশন, আপনার (ক্রেতা) তথ্য আমাদের Perfumancebd.com ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করবো। 

★ আমরা নিম্নলিখিত তথ্যগুলো আপনার থেকে সংগ্রহ করতে পারি: 

যোগাযোগের বিস্তারিত (ইমেইল এড্রেস, পণ্য যেখানে যাবে সেই ঠিকানা, ফোন নাম্বার)৷ 

পেমেন্টের বিস্তারিত৷ 

আপনার পছন্দ এবং আগ্রহের বিষয়গুলো। 

★ আমরা কেবলমাত্র এইসময়গুলোতে আপনার তথ্য সংগ্রহ করবো: 

যখন আপনি আমাদের সাইট থেকে কেনাকাটা করবেন। 

যখন আমাদের সাইটে একাউন্ট করবেন। 

যখন আপনি নিউজলেটারে সাবস্ক্রাইব করবেন। 

আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। 

কুকিজ/এমন প্রযুক্তির মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হবেন। 

★ আমরা যেই যেই কাজে এই তথ্যগুলো ব্যবহার করবো:

আপনার অর্ডার ও পেমেন্ট প্রসেস করার কাজে।

আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরো উন্নত করার কাজে। 

আমাদের পণ্য ও সেবাকে আরো উন্নত করার কাজে। 

আমাদের নিত্যনতুন পণ্যের ব্যাপারে আপনাকে ইমেইল, এসএমএস ও ফোনকলের মাধ্যমে জানাতে। 

আপনার সাথে যোগাযোগ করার কাজে (অর্ডার / জিজ্ঞাসা / একাউন্ট সংক্রান্ত বিষয়ে) 

★ আমরা যাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পারি: 

অর্ডার ও পেমেন্ট সংক্রান্ত সার্ভিস প্রোভাইডারদের সাথে।

আমাদের প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত থার্ড পার্টিদের সাথে। 

আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারী প্রতিষ্ঠানের কাছে, কেবলমাত্র তখনই যখন আইন বাধ্য করবে আমাদেরকে। 

★ আপনার তথ্যের নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করছি: 

আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি আপনার তথ্য যেন সুরক্ষিত থাকে এই ব্যাপারে। তবুও, জানিয়ে রাখছি, ইন্টারনেটের জগতে যেসব তথ্য প্রদান করা হয়, তাদেরকে শতভাগ নিরাপত্তার সাথে সুরক্ষা সম্ভবপর হয়না। 

★ আপনার তথ্যে ব্যাপারে যেসব অধিকার পূর্নাঙ্গভাবে রয়েছে আপনার হাতে: 

আপনার সকল তথ্য দেখা, পরিবর্তন করা কিংবা মুছে ফেলার অধিকার। 

আপনার তথ্য ব্যবহারের ব্যাপারে আপত্তি উপস্থাপন। 

আমাদের প্রচার-প্রচারণামূলক ইমেইল/এসএমএস/ফোনকল থেকে অব্যাহতি চাওয়া। 

★ কুকিজ: 

আমাদের ওয়েবসাইট কুকিজ/সমজাতীয় প্রযুক্তি ব্যবহার করে আপনার ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরো উন্নত করার কাজে। আপনি আপনার কুকি প্রেফারেন্স আপনার ব্রাউজারের সেটিংসের মাধ্যমে বদলাতে পারবেন। 

★ এই প্রাইভেসি পলিসি-তে পরিবর্তন/পরিমার্জনের ক্ষমতা: 

আমরা যেকোনো সময়ে এই প্রাইভেসি পলিসিতে পরিবর্তন কিংবা পরিমার্জনের পূর্ণ ক্ষমতা রাখি। পরিবর্তিত/পরিবর্ধিত প্রাইভেসি পলিসি আমাদের ওয়েবসাইটে পাব্লিশ করার সাথেসাথে কার্যকর হবে। 

★ যোগাযোগের ব্যবস্থা: 

এই প্রাইভেসি পলিসি কিংবা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহারের ব্যাপারে যদি কোনো প্রশ্ন, উদ্বেগ কিংবা পরামর্শ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন: 

ফোন: 01401790708, 01689924392

ইমেইল: Perfumancebd@gmail.com 

★ এই প্রাইভেসি পলিসি সর্বশেষ আপডেট করা হয়েছে ৮ মার্চ, ২০২৫ সালে।

স্বল্প মূল্যে ডেলিভারি

অল্প খরচে এবং স্বল্প সময়ে আপনার প্রিয় পারফিউম পৌঁছে যাবে

ক্যাশ অন ডেলিভারি

ঢাকা আর চট্টগ্রাম তো বটেই - সারাদেশেই আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি

দ্রুত সাপোর্ট

পণ্যে কোন সমস্যা হলে দ্রুততম সময়ের ভেতর সাপোর্ট পাবেন

Chat on WhatsApp