বর্ণনা
মিডল-ইস্টে জ্বলন্ত কয়লার ওপরে আগরকাঠ/সুবাসমাখা কাঠ পোড়ানোর প্রচলন অনেক আগের। তারা সুবাসকে আপন করে নেন সুগন্ধিকাঠ পুড়িয়ে। বাখুর/মা'মুল/মুআত্তার নামের এইসব সুবাসিত ধোঁয়া শরীর ছুয়ে যাওয়ার সময় আপনাকে ঘ্রাণের সমুদ্রে হাবুডুবু তো খাওয়াবেই, পাশাপাশি ঘরকেও দীর্ঘসময় রাখবে রাজকীয় সুঘ্রাণে ভরপুর...
রিভিউ