বর্ণনা
গোধূলী পেরিয়ে নীল আকাশ যখন ঢেকে যায় অন্ধকারে, তখন সবুজ ঝোপের ফাঁকে ফাঁকে তীব্র সুঘ্রাণে চারদিক মাতিয়ে নিজের পরিচয় জানান দেয় সাদা লম্বাটে ফুল হাসনাহেনা।ছোট্টকালে আমরা গল্প করতাম - হাসনাহেনা ফুলের ঘ্রাণে নাকি সাপ চলে আসে। কত মিথ, কত কল্পনা তাকে নিয়ে!
ছোটবেলার শীতের সকাল মনে পড়ে? ফজর বাদে মসজিদে বড়হুজুরের কাছে সিপারা পড়ে ঘরে ফিরতাম যখন, ইয়া মোটা জাম্পার গায়ে থাকলেও ক্ষেতের আইল ধরে হাঁটার সময় হিহি করে কাপতাম, আর ভাবতাম কতক্ষণে ঘরে ফিরে ল্যাপের তলায় ঢুকবো! বাড়ির কিছুদূর আগেই ফুল গাছগুলার গুচ্ছ যেখানে, পার হতে হতো সেই জায়গাটাও। সেথায় সাদা ছয়টা পাপড়ি আর মাঝখানে লালফুটকি দিয়ে কত অজস্র ফুল পড়ে থাকত! আচ্ছন্ন করা বাসনা বেড়ুতো সেখান থেকে। সেই ফুলের নাম ছিলো শিউলি।
রিভিউ