বর্ণনা
আলহামদুলিল্লাহ্, আমাদের অনেক ভাইএর ই আফটার শেইভের ঘ্রাণ নেওয়ার সুযোগ হয় নি ( কখনো দাড়ি কাটেননি এই সুবাদে। এই কু-যোগ যেন কখনোই না হয় সেই দুয়াই করি)। তো, আফটার শেইভের ঘ্রাণ ব্যাখ্যা করা যায় " চনমনে একটা বৃষ্টিময় সাগরতীর " এর ঘ্রাণের সাথে। এই ঘ্রাণ-টায় মিশে থাকে অল্প খানিকটা লেবুটে ভাব, আর সামান্য মিন্ট রিফ্রেশমেন্ট (কখনো)। যাই হোক, ব্লাস্ট এর মধ্যে এরকম ঘ্রাণ রয়েছে অনেকখানি। ঘ্রাণ খানিক বাদে বাদেই পাল্টানোর ধান্দায় থাকে বলে নামের শুরুতে ফিউশানের আগমণ। অফিসিয়াল কাজে ইউজ করতে পারেন নির্দ্বিধায়।
রিভিউ