বর্ণনা
আনন্দে আপনার মন মাতোয়ারা... এইতো কয়দিন আগে আল্লাহ রাব্বুল আ'লামীনের অশেষ কৃপায় ফুটফুটে এক বাবুর আব্বু হয়েছেন আপনি! বাসাভরতি আত্মীয়-স্বজন, একেক জন একেক উপহার নিয়ে আসছে নবজাতকের জন্যে। তাদেরকে আবার আপ্যায়ন করা হচ্ছে কালোজাম আর রসমালাই দিয়ে ( উলসসস.. জিহ্বায় জল এসে গেলো যে!)... সারাদিন পরে ক্লান্ত আর ক্ষুধার্ত আপনি ধপ করে বসে পরলেন চেয়ারে। টেবিলটা ভরা ছোট্ট বাবুর নানান সামগ্রিতে, সেথায় কয়েক রকমের পাওডার আর সাবান শ্যাম্পু-ও আছে দেখছি.. সেই ঘ্রাণগুলো আনমনে নিতে নিতে মুখে টুপ করে পুরে দিলেন আস্ত একটা কালোজাম... . দাড়ান, দাড়ান! গিলে ফেলবেন না যেনো!! অনুভব করুন পুরো ব্যাপারটা... কি, কল্পনার বেড়া ডিঙোনো যাচ্ছে না? তাহলে জ্যুসি সুইটনেসের উপরে দায়িত্ব ছেড়ে দিন, সে-ই আপনাকে ঘুরিয়ে আনবে সেই সময়টা থেকে :D
রিভিউ