বর্ণনা
আশিকের ভালো লাগে সমুদ্র, সে ছুটি পেলেই সেন্টমার্টিন যায়। সে আবার বইপোকা-ও, উপন্যাসের একনিষ্ঠ ভক্ত। আর খাবারদাবারের দিক থেকে সে প্রচণ্ড মিষ্টি-লাভার, পারলে রসমালাই খায় প্রতি ওয়াক্তে!
সেদিন আংরেজি লিটারেচারের ক্লাসে স্যার সবাইকে My Favourite Perfume টাইটেলে ২০০ শব্দের একটা কিছু লিখে আনতে বললেন। পরদিন যখন লেখা জমা পড়লো, সবার নেট-থেকে-কপি-পেস্ট লেখার মাঝে আশিকের প্যারাগ্রাফ-ই আলাদা আর ইউনিক লেগেছিলো স্যারের কাছে। চোস্ত ইংরেজি লেখাটা বাংলা করলে যা দাড়ায়ঃ
"হ্যাল্লো জনগণ, আজ বলবো আমার সবচে পছন্দের ঘ্রাণ নিয়ে। ডিওর ব্র্যান্ডের "ডিওর সভেজ" পারফিউম আমার অনেক অনেক ভালো লাগে। পশ', দিলখোলা একটা ঘ্রাণ। আমাদের দেশে এলকোহলিক পারফিউমের চাইতে রোল-অন পারফিউমগুলো টিকে বেশি, তাই এটার মতন ঘ্রাণের বিকল্প কিছু খুজতেছিলাম। অনেকগুলা প্রতিষ্ঠানের সভেজ আতর ট্রাই করে শেষ পর্যন্ত থিতু হয়েছি পারফিউমেন্সের Neo Sovash এ। এই আতরটার শুরু হয় সমুদ্রের খোলা বাতাসের সাথে খানিকটা ফলেল মিষ্টত্ব দিয়ে ; ধীরে ধীরে ভালোমানুষী রূপ পাল্টায়ে একপ্রকার ধাতব বা মেটালিক ভাইব ছুড়তে থাকে। আমি যতদিন সেটা মেখে ভার্সিটি এসেছি, বন্ধুবান্ধব প্রশংসা করেছে ; এমনকি পথচারীদেরকেও দেখেছি ঘুরে ঘুরে তাকাতে"!
রিভিউ