বর্ণনা
পারফিউমেন্সে এককালে খুবই কম পরিমাণে বসরার গোলাপ থেকে তৈরি প্রাকৃতিক আত্তার এসেছিলো । সেলিং প্রাইজ যদ্দুর খেয়াল আছে, তিনমিলি পৌনে পাঁচহাজার বোধহয়! পুরোটুকু বিক্রয় হয়ে যাওয়ার পরে অনেকেই খুঁজেছেন, অনেকেই আফসোস করেছেন কেন কিনে রাখলাম না ঘ্রাণ নেওয়ার সময়েই ! তীক্ষ্ণ ঘ্রাণ, নাক থেকে বুক অব্দি যেখান যেখান দিয়ে যাচ্ছে একদম কেটে নামছিলো তরবারির মতন করে, পানিছিটানো বাসি গোলাপ নয় বরং সদ্য বোটাছেড়া গোলাপের পাপড়ির ঘ্রাণ ছিলো তাতে। অউদ রোজের আগমন সেই ভাইদের দু:খকে অনেকাংশে লাঘভ করার জন্য :D
রিভিউ