Description
সেদিন এক দ্বিনী ভাইএর ওয়ালিমা’র দাওয়াত ছিলো। তো, বিদায় নেবার পালা, ভাইয়া হঠাৎ করেই বললেন, ওহে আতরচি, এই জিনিসটা আমায় যোগাড় করে দাও, যত টাকা চাবা দিতে রাজি আছি !!! ৩মিলি রোল অন থেকে আমার পাঞ্জাবিতে খানিকটা লাগিয়ে দিলেন, আশেপাশের ভাইদের-ও লাগিয়ে দিলেন আর কি। ঘ্রাণ নিয়ে দুই দুইটা লাফ দিতে যাচ্ছিলাম, আশেপাশে মানুষ দেখে লাফগুলো মনের মাঝেই দিতে হলো 😛
লাফানোর ইচ্ছের প্রথম কারণ, এইটা আমার নিজের-ও অন্যতম পছন্দের পারফিউম-অয়েল । দ্বিতীয় কারণ, ভাইয়ার “যত টাকা চাও” এর বদলে কেবল ৬২০টাকাতেই তার পছন্দের ঘ্রাণ তথা ৮মিলি আবইয়াদি ওউধ ( আবইয়াদির বাংলা হচ্ছে সাদা । আবইয়াদি ওউধকে আপনি হোয়াইট ওউধ নামেও চিনে থাকতে পারেন !!) ভাইয়াকে দেওয়া যাইবেক
Abdul Aziz (verified owner) –
Long lasting flavor with a strong tone.
Use in small amount ?
Firoz Ahmed Fahim –
Good fragrance with lasting
M@hfuz (verified owner) –
Mind refreshing fragrance. Long lasting, my best choice.
MIRAJUL ISLAM –
it’s good
Imran (verified owner) –
The fragrance was really good and it stayed on the cloth for 24 hours.