ব্রুট

(6 customer reviews)

৳ 160.00৳ 360.00

পুরুষ তুমি ? হে ভাই, ব্রুট যে তোমার-ই জন্য…!
.
ঠিক এভাবেই একে লোভনীয় করা হয়েছিলো জনমানুষের সম্মুখে, প্রথম যখন ব্রুটের সুঘ্রাণ বের হয়েছিলো বাজারে । একজন প্রকৃত পুরুষের রাশভারীত্ব তার প্রথম পরিচয়, তার আপনজনদের সাথে সে মিষ্টি ব্যবহারে অভ্যস্ত আর জীবনের শেষব্দি দৃঢ়তা তার সম্পত্তি — ব্রুট নামক ” ঝাঁজালো চনমনাত্মক ” ঘ্রাণটাকে বোধহয় এই তিনটে ওয়েস্টার্ন পুরুষালি গুণের উপরে ভিত্তি করেই বানানো হয়েছিলো, কে জানে!
.
বোতলের ক্যাপ খুলে ঘ্রাণটা প্রথম যখন নিচ্ছেন, মশলা ফিলিংসের সাথে প্লাস্টিকে মোড়ানো ঝাল ক্যান্ডিগুলার ( মনে আছে ছোট্টবেলার কথা? নাবিস্কো চকলেট ছিলো বোধহয় নাম, হাজমোলার মতো টেস্ট খানিকটা) ঘ্রাণ টের পাবেন ই পাবেন। নাকটা যদি সেদিন সর্দিক্রান্ত না থাকে, সেক্ষেত্রে হালকা করে লেবুটে ঘ্রাণের ছোঁয়াও পেতে পারেন… কাপড়ে বুলিয়ে নেওয়ার আধ ঘন্টা পরের কথা বলছি এখন । হঠাৎ করে চমকে কিংবা আনন্দিত হয়ে উঠবেন না প্লিজ, আশেপাশে কেউ ভ্যানিলা কেক বেক করতে দেয় নি [ :'( ] , মশলা ফিলিংসের সাথে ভ্যানিলা’র মিষ্টি ভাব আসছে আপনার কাছ থেকেই, তবে সেটা অবশ্যই সহনীয় মাত্রায় ! মনে আছে, একজন প্রকৃত পুরুষ তার আপনজনের সাথে কেমন? হু, একদম মিষ্টি স্বভাবের ^_^
.
কাপড়ে বুলানোর আড়াই থেকে তিন ঘন্টা পর থেকে শুধু “রাফ এন্ড টাফ” ফিলিংস । কি নেই এই পারফিউমটার বেইজ নোটে? মিস্কের পাউডারি ভাব, ভেটিভার ঘাস এর প্রাকৃতিক চনমনে সুবাস, স্যান্ডালউডের আভিজাত্য, এমনকি মশ এর স্যাতস্যাতে ফিলিংস -_- এক বোতলে এতসব পুরুষালি ঘ্রাণের মিশেল, সত্যিই দুর্লভ!
.

Description

শাওমি’র মাস্ক-পরহিত এলিয়েনের মতন দেখতে একজন সেদিন বানাচ্ছিল পারফিউমেন্সের প্রডাক্ট ! তবু তার শেষ রক্ষা হলো না…

অন্যান্যদিন খিলগাঁও শপ থেকে হলেও, শনিবারের Cash On Delivery-গুলো সাধারণত ওয়ার্কশপ থেকে সরাসরি বের হয়। ওয়ার্কশপটা বেশ মজার জায়গা। ১২৫ রকম ঘ্রাণের র’ ম্যাটেরিয়াল, প্রায় ২০পদের এসেনশিয়াল অয়েল, কয়েকহাজার প্যাকেট-বোতল, মানে তফরখানা আর কি। সুবাস বোতলজাত করতেও অতিক্রম করতে হয় কয়েকটা ধাপ। ঢাউস ইন্ট্যাক ক্যানগুলো থেকে মাঝারি একটা ঢালন-উপযোগী বোতলে লিক্যুইড ট্রান্সফার করা, সেখান থেকে কাচের বোতল, এরপরে রোলার-ক্যাপ-স্টিকার লাগিয়ে প্যাকেটজাত করে কিউসি টিমের কাছে হস্তান্তর ‘ নাও দেখো কোন খামতি আছে নাকি ‘ -_-

বেশ আগে বলেছিলাম, বিরল প্রজাতির কিছু মানুষ আছে যাদের নাক নির্দিষ্ট কিছু ঘ্রাণ সইতে পারেনা। ফ্রেগরেন্স-সেন্সিটিভ মানুষগুলো অমন কোন ঘ্রাণ টের পেলেই হাচির দমক শুরু হয়ে যায় সাথেসাথে! [পোস্টের লিংক এখানে ]। দুর্ভাগ্যজনক হোক আর সৌভাগ্যবশতই হোক, পুরো দুনিয়ার সেরকম লাখ বিশেক মানুষের একজন এখন লেখাটা লিখছে  সৌভাগ্য এই কারণে, এই মানুষগুলোর কষ্ট-টা বুঝতে পারি সহজেই, তাদেরকে সন্দেহজনক ঘ্রাণগুলো এড়ায়ে চলতে বলি। দুর্ভাগা এই কারণে, আমাকে প্রত্যেকটা ঘ্রাণ নিয়েই কাজ করতে হয় একের পর এক, কাউকে বলতে পারিনা ‘নাহ, তমুক ঘ্রাণ-টা আমি বানাতে পারবো না’ প্রায় প্রতিটা কর্মব্যস্তদিনের শেষ হয় একনাগারে ৪০-৪৫টা হাঁচি আর প্রচন্ড মাথাব্যথা নিয়ে 

বর্তমানে ফিরে আসি। iclickbazar এর Shantu ভাইয়াকে বলেকয়ে একখানা কিম্ভুতকিমাকার মাস্ক আনায়েছি সেদিন, আদতে ধুলোবালি-কুয়াশা ঠেকানোর জন্যে হলেও ফ্রেগরেন্স-মলিকিউল আটকাতে পারে কি না সেটা দেখাই উদ্দেশ্য ছিল। আল্লাহু আকবার, প্রায় ৯৫% ঘ্রাণ আটকে ফেললো জিনিসটা ! মনের আনন্দে একের পর এক প্রডাক্ট বানায়ে চলেছি, একবার আবিয়াদি অউদ পরক্ষণেই ইনফিম্যান তারপরেই স্পার্কলিং — নাহ, নাক টের পাচ্ছেনা কিছুই  মোবাইল স্ক্রিনে তাকাতেই আনন্দ উবে গেল প্রায় পুরোটা। বাকিসব ডেলিভারিম্যানকে ততক্ষণে বিদায় দিলেও মিরপুর এরিয়ার ডেলিভারিগুলো দেওয়া হয়নি তখনো। ওয়ার্কশপের নিচে দাঁড়ায়ে আছে সেই অঞ্চলের ডেলিভারিভাই, ঘড়িতে বাজে পৌনে চারটা, আর ঠিক পাঁচটার মধ্যে সেথায় আর্জেন্ট ডেলিভারিও আছে!

সব ডেলিভারিই গুছানো শেষ, শুধু ডেলিভারিভাইএর নিজের জন্য করা অর্ডার-টা আধগোছালো হয়ে আছে। পোলোব্লু-পোলোরেড-ভারসাচে’র পাশাপাশি নিতে চেয়েছেন পাঁচটা আটমিলি Brut . তীব্র ঝাঁজালো, মশলাদার আর ম্যানলি,বিশেষ করে সাইক্লিস্টদের জন্য আদর্শ ঘ্রাণ! তাড়াহুড়ো করে তৈয়ার করতে গিয়ে খেয়াল এলো, সবই আছে শুধু ব্রুটের জন্য আলাদা করে রাখা ঢালন-উপযোগী মাঝারি বোতলটা খুঁজে পাচ্ছিনা এতকিছুর ভীড়ে। পাক্কা পাঁচমিনিট বিছরায়ে, ফোনে একাউন্টস-হেড এর দুইবার তাড়া খেয়ে সেটার আশা ছেড়ে সরাসরি ঢাউস ক্যান থেকেই ঢালার চেষ্টা…. অপচেষ্টা বলাই ভালো। ৩টা বেজে ৫৫মিনিটে তানভীর ভাই তার নিজের প্রডাক্টসহ আজকের ডেলিভারিগুলো বুঝে পেয়েছিল ঠিক ই, কিন্তু সেটা আতরচির ছোটভাইএর কাছ থেকে। কারণ আতরচি মশাই দুইপা ছড়ায়ে বসে আসে কারখানায়। তার দুইহাত বেয়ে পড়ছে অনেক অনেক ব্রুট…!

তারপর আর কি, হাত হয়ে গেলো পরশপাথর। যেখানেই হাত দেই সেখানেই ঘ্রাণ। ঠান্ডাপানি খেতে গিয়ে পুরো ফ্রিজ ব্রুটাক্রান্ত করে, সাবান দিয়ে কয়েকবার হাত ধুয়ে উলটো সেই সাবানকে ব্রুটময় করে তুলে ক্ষান্ত দিলাম, আম্মুকে অনুরোধ করতে হলো দুপুরের ভাত-টা মুখে তুলে খাইয়ে দেয় যেন! খাওয়ার সময় তো মুখোশ খুলতেই হবে, যেইনা খুললাম, ওমনি হ্যাচ্চোওওওও!

এই রাত সাড়েএগারটায় ব্রুটের তীব্রতা কমেছে একটু। পৃথিবীটাকে আবারো সুন্দর লাগছে খুব…

Additional information

পরিমাপ

সাড়ে চার মিলি ( 4.5 mL ), পৌনে নয় মিলি ( 8.75 mL ), সাড়ে চৌদ্দ মিলি ( 14.5 mL )

6 reviews for ব্রুট

5 Star

66.67 %
4 review(s)

4 Star

33.33 %
2 review(s)

3 Star

0 %
0 review(s)

2 Star

0 %
0 review(s)

1 Star

0 %
0 review(s)

Reviewed by 06 customer(s)

  • Avatar

    tanviradantu

    Good

    One kind of after shave, motamuti lasting

    April 3, 2023
  • Avatar

    Yousuf Jamil

    Brut

    মক্তবে থাকতে আমার প্রিয় একজন শিক্ষক এই ব্রুট আতর ব্যবহার করতেন। আমি ব্যাকুল হয়ে যেতাম ব্রুটের ঘ্রাণে। একবছর পর হুজুর আর আমি দু’জনই চলে আসি। সেই তখন থেকে আতরটি খুঁজে ফিরছিলাম। হুবহু সেই আতরটি পেয়ে ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেলো। ফিরে গেলাম মক্তব জীবনে।

    দায়িত্বশীলদেল কোমল ব্যবহার, অরিজিনাল ব্রুট, আতরের গুণগত মান, দ্রুত ডেলিভারি ও বিশ্বস্ততার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
    জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।

    August 11, 2022
  • Avatar

    Turas Tanzim

    Brute...

    সবার আগে বলতেই হয়, পারফিউম্যানস এর লেখা প্রত্যেকটা আতরের বিবৃতি অনেক লোভনীয়। ব্রুট এর বিবৃতি তো এক কদম বেশি এগিয়ে রয়েছে, যা আমাকে এটি কেনার জন্য বেশি প্রলুব্ধ করেছে। এবার আসি আতরের বিষয়ে,

    প্রথমেই যখন ক্যাপ খুললাম, একটি ঈষৎ তীব্র ঝাঁঝালো এবং একইসাথে কিছুটা মিষ্টি গন্ধ নাকে ভেসে এলো। আমি আতর জগতে পুরনো কেউ নই তবে এই আতরের গন্ধ সচরাচর প্রচলিত অনেক আতরের তুলনায় আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রায় ৩০ মিনিট থেকে ৪০ মিনিট এর মধ্যেই আতরের যেন রং বদলায়, ঝাঁঝ এর স্থানে এসে প্রতিস্থাপিত হয় মিষ্টি একটি গন্ধ। আপাতত বিকেল ৫ টার দিক দেওয়া আতর রাত ১০ টায় ও প্রায় সমান তীব্রতায় গন্ধ ছড়াচ্ছে। ধরতে গেলে যারা এটি সম্পর্কে দ্বিধায় রয়েছেন, চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এটি আপনার কাছে পছন্দসই একটি ঘ্রাণ এর তকমা পাবে।

    February 27, 2022
  • Avatar

    Hasan

    One of the best in case of fragrance and longevity

    May 11, 2021
  • Avatar

    Asif

    ভালই।।

    March 9, 2020
  • Avatar

    রাফিকুল ইসলাম

    brut এর সাথে অসাধারণ মিল রয়েছে , ঘণ্টায় ঘণ্টায় এর সুবাস পরিবরতন হয় । আর কতক্ষণ এর সুবাস থেকে তার একটি উদাহারন দেই , আমি খালার বারিতে একবার বেরাতে গিয়ে ছিলাম তখন ভুল করে একটি জামা আমি তাদের বারিতে রেখে আসি প্রায় ১ মাস পর আবার যখন খালা বারি তে জাই তখন খালা আমাকে জামাটি ফেরত দেন তখন আমি জামাটি থেকে brut এর ঘ্রান পাছিলাম

    September 8, 2017

Leave feedback about this

Your email address will not be published.