Additional information
পরিমাপ | ত্রিশ মিলি ( 30mL ), সাড়ে চার মিলি ( 4.5 mL ), পৌনে নয় মিলি ( 8.75 mL ), সাড়ে চৌদ্দ মিলি ( 14.5 mL ) |
---|
৳ 160.00 – ৳ 620.00
মশলাদার একটা সুবাস , পরিবেশকে আচ্ছন্ন করে রেখেছে ঝাঁঝালো কাষ্ঠল ঘ্রাণ। অল্প অল্প ধোয়াটে ভাব-ও যেনো লুকিয়ে আছে হরেক মশলার আড়ালেবাসার ছোট্ট বাবু-টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। এইতো একটু আগেও তো খোলা দরজার কাছে খেলছিলো, তারপর থেকেই নেই। সবাই খুঁজছে আর খুঁজছে হন্য হয়ে.. খানিক বাদে ফোন এলো বাড়ির কর্তার কাছেঃ ”মুহাহাহা, তোমার ছেলে এখন আমাদের হাতে , কালকের মধ্যে ১৫লাখ না দিলে…”! মানুষটার হাত থেকে ফোন ফস্কে গেলো…
.
ফোনের খবর পেয়ে খুঁজাখুঁজি থামায়ে ফিরে এলো সবাই। বাবুটার চাচ্চু আবার একটু গোয়েন্দা স্বভাবের, প্রচুর ফেলুদা – বোমক্যেশ – এরকুল পোয়েরো পড়ে। সে বাকিদের অভয় দিয়ে জিজ্ঞাসা করলো ভাইকেঃ শেষবার কই ছিলো আরসালান? ভাই দেখায়ে দিলেন জায়গাটা। সেটার কাছাকাছি যেতেই কেমন অন্যরকম অথচ পরিচিত ঘ্রাণ টের পেলো চাচ্চুমশায় । মশলাদার উচ্ছ্বাসী একটা ঘ্রাণ, পরিবেশকে আচ্ছন্ন করে রেখেছে হালকা ঝাঁঝালো কাষ্ঠল আবছায়া, ধোঁয়াটে ভাব-ও যেনো লুকিয়ে আছে! আরেহ আরেহ, এই ঘ্রাণ তো দুই জায়গায় টের পেয়েছে সে। এক হলো পারফিউমেন্স শপে, তাদের এলকোহলমুক্ত পারফিউম “সিগার” এ। আর দ্বিতীয় হচ্ছে পাশের বিল্ডিং এর বিদেশী মিস্টার রবার্টসন থেকে !
.
কালপ্রিট তালিকায় তাহলে দুইজন, আতরচি আর রবার্টসন। কিন্তু আতরচি তো ঠিকানা জানার কথা না, কারণ আহসান চাচ্চু সবসময় পারফিউমেন্সের শোরুমে যেয়ে কেনাকাটা করে। তবুও সে তাদের কাস্টমার ম্যানেজার ভাই-কে ফোন দিয়ে আশ্বস্ত হয়ে নিলোঃ খিলগাঁও শোরুমের রিনোভেশন কাজ চলছে, ঘটনার সময় ওখানেই তদারকিতে ব্যস্ত ছিলো প্রথম কালপ্রিট।
… রবার্টসনের ব্যাপারে অবশ্য অনেকেই এর আগে কথা বলেছিলো, কেমন যেনো সন্দেহজনক চলাফেরা! তার পাশ দিয়ে যাওয়ার সময়ে তার দিকে তাকালে চোখ অন্যদিকে সরায়ে রাখে বিদেশী মানুষটা, গা থেকে তার ভুরভুর করে বের হয় সিগার পারফিউমের ঘ্রাণ। সে বোধহয় এটার বডিস্প্রে-টাই ব্যবহার করে…
.
কয়েকজনকে সাথে নিয়ে চাচ্চুমশায় রওয়ানা দিলেন পাশের বিল্ডিংয়ের দিকে। ঐ ফ্ল্যাটের কাছাকাছি আসতেই ভেতর থেকে আঞ্চলিক ভাষায় বকা দেওয়ার শব্দ ভেসে আসে, সাথে ছোট্ট বাবুর কান্নার আওয়াজ… দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় আরসালান-কে, আচ্ছা করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অপরহণকারী দলের মূল হোতা এবং তার দেশীয় সহযোগীদের।
কাল্পনিক ঘটনাটায় বাবু উদ্ধারে ঘ্রাণীয় ভূমিকা রাখায় পারফিউমেন্স-ও (মনে মনে) ধন্যবাদ পেয়েছিলো বৈ কি!
পরিমাপ | ত্রিশ মিলি ( 30mL ), সাড়ে চার মিলি ( 4.5 mL ), পৌনে নয় মিলি ( 8.75 mL ), সাড়ে চৌদ্দ মিলি ( 14.5 mL ) |
---|
পারফিউম্যান্সের প্রতি শুরু থেকেই ফ্যান ছিলাম, কিন্তু পারফিউম্যান্সের ইদানীংকালের পারফরম্যান্স আমাকে হতাশ করতে বাধ্য করেছে
ঘ্রাণ টা সময়ের সাথে সাথে যেন বদলে যায়, প্রথমে বেশ ঝাঁঝালো, কড়া কিন্তু ঘন্টাখানেক পরে খুব মিষ্টি একটা সুবাস।
একটু লেমন এর ছোয়া পাওয়া যায়। ভালো লেগেছে খুব।
কেউ চাইলে নিতে পারেন আমি পেইজ খুইজা রিভিউ দিলাম এতো ভালো লাগছে, অনলাইন জগতে আমার কেনা সেরা প্রডাক্ট, তারপরেও ঘ্রাণ ব্যক্তি টু ব্যক্তি আলাদা পছন্দের বস্তু। না হলে বলতাম কিনেন পছন্দ না হইলে টাকা আমি ফেরত দিবো। ধন্যবাদ।
ফ্রান্সের একটা পারফিউম পেলাম একদিন বিদেস থেকে আসা বাবার সুটকেস ঘেটে। প্রচন্ড রকমের পছন্দ হল ঘ্রাণটা। মশলাদার ঝাঝাল, কাষ্ঠল সাথে টোব্যাকোর হালকা টাচ। খুব রয়ে সয়ে ব্যবহার করতাম ফুরিয়ে যাবার ভয়ে। আশে পাশের সবাই খুব পছন্দ তো করতোই প্রিয় মানুষটাও প্রচন্ড পছন্দ করত। কিছু গিফট দিলে বক্সের মাঝে পারফিউম স্প্রে করে দিতাম। সে খুব খুশি হত। একদিন দেখলাম আর অল্প একটূ আছে! কি করি! নেট ঘেটে খুজে পেলাম পারফিউমের দোকান। কিন্তু আনবো কি করে! বাংলাদেশে আনা বড্ড ঝামেলার! এদিকে হঠাৎ ই পারফিউমেন্স এর সাইট ঘাটতে গিয়ে দেখলাম সিগার রিডিফাইন্ড। অনেক হেজিটেশন নিয়ে অর্ডার করে দিলাম একটা সাড়ে ন’মিলি। যথাসময়ে ডেলিভারী পেলাম। দুই হাতে দুই পারফিউম মেখে কয়েকজনকেই ঘ্রাণ টেস্ট করালাম। হুবহু সেইম বলল সবাইই। আর আমার কাছে মোটামুটি ৯০% সেইম লেগেছে। ঝাঝালো ভাবটা একটূ কম মনে হয়েছে জাস্ট। তবে আমি প্রচন্ড খুশি মনের মত পারফিউমটা পেয়ে। বাংলাদেশেই পেয়ে যাবো প্রিয় পারফিউমের অল্টারনেটিভ তাও অ্যালকোহল ছাড়া! ভাবিনি। ধন্যবাদ পারফিউমেন্স কে
স্ট্রং একটা স্মেল। আমার কাছে অনেক ভাল লাগে বিশেষ লরে শীতের সময় শরীরকে সতেজ করে তোলে এটার স্মেল। নামটা যদিও overrate.
Smells like Red Rose , Lemonade and baby powder . No tobacco/cigar flavor at all . Waste of money, it is 60% good in that case so dislike from my side
সিগার হচ্ছে পুরুষ দীপ্ত একটি ঘ্রান। এই পারফিউমকে ব্যবহার করে সেই বছর খানেক আগের স্মৃতিতে চলে যাই। আমার চাচা একটি নাম না জানা পারফিউম ব্যবহার করত। আমি উনার অফিসে চাকরি করতাম। ওনি যখন অফিসে আসতেন তখন উডি একটা স্মেলে চারপাশটা ভরে যেতেন। সেখান থেকেই আমার উডি আতরের সন্ধানে নামা। আর সেটা হয়তো শেষ হয়েছে এই সিগার কেনার মধ্যে দিয়ে।
নামটা শুনে একটু বখাটে বখাটে মনে হয় কিন্তু ঘ্রানটা নিতেই সে আশঙ্কা দূর হয়ে গেলো।”টোবাকো”র হালকা উপস্থিতি বরং ভাল লাগা বাড়িয়ে দিয়েছে।
Leave feedback about this