Description
” হুররে, আনন্দ আজ করবো কেজি-দরে পাচার ;
এই শীতের শেষে যাচ্ছি সবাই কক্সবাজার “!
বললো বাবু হাতপা নেড়ে, বাবা-মা মুচকি হাসে ;
ব্যাগ গুছায়ে উঠে পড়ে চট্টগ্রামের বাসে !
.
” আম্মু, দেখো দেখো কত্তগুলা ঢেউ,
কেমন হবে এর মাঝে যদি হারিয়ে যায় কেউ ! ”
হোটেলের জানলা থেকে সরিয়ে আনে আম্মুনি,
আলতো করে কোলে বসায়ে দেয় ছোট্ট করে বকুনি!
” সোনামানিক, যদি করো অনেক বেশি দুষ্টুমি,
এমন কোনো ঢেউএর মাঝে লুকিয়ে যাবো আমি”!!
.
সেই থেকে আম্মুনির হাত ছাড়ে না বাবু,
“এমন আম্মু হারিয়ে গেলে কোথায় খুঁজে পাবো”?
নীল সমুদ্রের কাছে গিয়ে বাবু হলো চুপ,
উথালপাথাল বাতাস তার মনে ধরেছে খুব!
.
বামহাতে ব্যাগটা খুলে আম্মুনি বলে,
“বাবু, তুমি কিছু খাওনি কতক্ষণ ধরে “!
বাধ্যবাবু তুলে নেয় কমলালেবুর কোয়া,
বুক ভরে টেনে নেয় নীলচে মেঘের ধোয়া !
.
কমলালেবু আর একোয়াটিক ঘ্রাণে বাবু খুজে পেলো ক্লু,
” আরেহ, এমন ঘ্রাণ ই ত আব্বুর পছন্দের ডানহিল ব্লু” !
Leave feedback about this