Description
পারফিউমেন্সের সবচাইতে গ্যাদা ইউজার বোধহয় ঐ বাবুটাই… এতোদিন তো তার বড়ভাইএর কেনা গুলোই ব্যবহার করেছে , গতকাল বায়না ধরেছিলো ” আমাদ্দন্য আতত তিনে আনবা” ! কাকতালীয় ভাবে কালকেই মানুষটার সাথে দেখা, জোর করে ধরে আনলাম নতুন ফোনটায় কাস্টম রম দেওয়ার ছুতো দিয়ে । কথাপ্রসংগে উঠে এলো বাবু-টার কথা, আব্দারের কথাটাও এলো কানে । মাথায় ঘুরতেছিলো দুইটা জিনিস, একটা হলো- বাচ্চারা মিষ্টি চকলেটি ঘ্রাণ পছন্দ করে, আর দুই – গরমকালে সবচাইতে পারফেক্ট হলো চনমনে রিফ্রেশিং ঘ্রাণ! দুইএর সাথে তাল মেলাতে পারতো একখানা সুঘ্রাণ-ই। বোতলজাত করে দেয়া হলো, ভাই-টাও ফোনটায় ঠিকঠাক সেটাপ দিয়ে ( মাঝে অল্প সময়ের জন্য ব্রিক বানায়ে ফেলসিলো যদিও 😛 ) চলে গেলেন বাসায়…
রাতের বেলা ইনবক্স এলো তার তরফ থেকে । খুলেই চক্ষু চরকগাছ *_* নেংটুপুটু গ্যাদাআআ একখান বাবু উপুত হয়ে বিছনাতে শুয়ে আছে, বিশ্বজয়ের ভংগিমা-তে হাতের এক ইঞ্চি দুরত্বে পারফিউমেন্সের প্যাক-টা… কাল বোধহয় আর ঘরের বিড়ালের সাথে খুনসুটি করবার ফুরসত হয়নি তার, আতর-টাকে মুঠোতে নিয়ে ঘুমুতে গেছে বাবুটা । গুল্টুস-টার বলে বড্ড ভালো লেগেছে ঘ্রাণ-টা
Leave feedback about this