Description
শিহাবের হাতে আজ অনেক কাজ। ছুটাকাজের মানুষটা গত দুইদিন আসেনি, আম্মুও অসুস্থ হয়ে শয্যাশায়ী। প্লেটবাটি সব আধোয়া, জামাকাপড় ডিটার্জেন্টমাখা হয়ে গতকাল থেকে বালতিবন্ধি…
.
শুরুতে শুধু ফুলস্পিডে কল ছেড়ে সেটার নিচে কয়েকবার রগড়ে রেখে দিচ্ছিলো ঝুটা বাসনকোসন। তেলচিটে ভাব রয়ে যাচ্ছে দেখে অগত্যা মাজুনিতে ভিমবার ভরাতেই হলো। হ্যা, এবার গতকালের কালাভুনার তেলটা প্লেটের মায়া, আর পরশুদিনের বোরহানি-ইমালশনগুলো গ্লাসের মায়া ত্যাগ করছে সহজেই!
আম্মু ডাক দিলো তখন। ‘আসছি মা’ বলে, শেষ দুই তিনটা গ্লাস তাড়াহুড়ো ক্লিন করেই দৌড়!
.
তাড়াহুড়ার ফল টের পেলো সে আধঘণ্টা পরে। যখন গ্লাসগুলো সাজায়ে রাখতে গিয়ে পিপাসা মেটানোর জন্য সেগুলার একটাতেই পানি ঢেলে নিলো। তিন ঢোকে শেষ করার নিয়তে প্রথমঢোকটা বড় করে নিতেই আলজিহ্বা থেকে বুকের শুরু ছেয়ে গেলো ভিমবার-স্বাদে -_- গ্লাসের ভেতরের দেয়ালে লেগে থাকা সবুজ সাবান দেখায়ে দিয়েছে নিজের কামাল!
.
শিহাব অবশ্য জানে, যেই অনুভূতিটা এখন ঘুরপাক খাচ্ছে ভেতরে , সেটার ঘ্রাণীয় প্রকাশ ঐ ক্লিনিং-ম্যাটেরিয়ালের নামে না। নিরোলি নামে বিরাজ করে বেশ কয়েকটা বিখ্যাত পারফিউমের টপনোটে। টমফোর্ড নিরোলি পোর্টোফিনো, ফেরারি ব্রাইট নিরোলি, একোয়া আমারা — এই এলকোহলিক ঘ্রাণগুলাকে তার ভালো লাগে প্রবল নিরোলিমার্কা ফ্রেশনেসের জন্যেই। প্রায় একই ধাচের একটা নন-এলকোহলিক পারফিউম অয়েলও তার পছন্দ খুব, পারফিউমেন্সের “ফেরারি”কে। যদিও ওরা বলেছিলো ওদের এই ঘ্রাণটা ‘ফেরারি সেডার এসেন্স’ এর মতন, কিন্তু শিহাবের কাছে মনে হয়, এটা সামুদ্রিক নোনতা পানিতে পা চুবায়ে ভিমবার দিয়ে পাতিলার তলার কালি তুলে ফেলার তরল-অভিজ্ঞতা বৈ কিছুই না -_-
.
এইরে, কাপড়গুলা তো আছড়ানো হলো না এখনো। বালতির কাছাকাছি যেতেই আরেকটা ঘ্রাণ এসে ঠেকলো নাকে… নাহ, একটা বিহিত হওয়া খুব দরকার! পারফিউমেন্স কি ডিটার্জেন্টের ঘ্রাণ নকল করে ‘লেমন’ আতরটা বানায়েছে নাকি ওদের লেমনের সুবাসে মুগ্ধ হয়ে ডিটারজেন্ট কোম্পানি নিজেদের প্রডাক্টে বাসনা-টা ঠুসে দিয়েছে?
Leave feedback about this