Description
বিভিন্ন হাদীসেও আমরা চিরুনী ব্যবহারের গুরুত্ব দেখতে পাই – কারণ রসূল সল্লাল্লহু ‘অালাইহি ওয়া সাল্লাম নিজে যেমন মাঝে মাঝেই চিরুনী ব্যবহার করেছেন, তেমনি অপর সাহাবিদেরকেও ক্ষেত্রবিশেষে তাগিদ দিয়েছেন।
* আয়িশা (রাঃ) হতে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চিরুনী দিয়ে আঁচড়াতে ও অযু করতে যথাসাধ্য ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন।
(সহিহ বুখারী , হাদিস নং ৫৯২৬)
* জাবির ইব্ন আবদুল্লাহ্(রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট আগমন করে এক ব্যক্তিকে দেখলেন, তার মাথার চুল এলোমেলো। তিনি বললেন: এ ব্যক্তি কি এমন কিছু পায় না, যা দিয়ে সে তার মাথার চুল বিন্যস্ত করে নেবে? (সুনানে আন নাসায়ী, হাদিস নং ৫২৩৬)
আরেক হাদিসে দেখা যায়, * ঘন কেশবিশিষ্ট সাহাবী আবূ কাতাদা ( রাঃ) কে রসূল (সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কেশ বিন্যস্ত রাখতে ও প্রত্যহ চিরুনী করতে বলছেন।
(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫২৩৭)
* আরেক হাদিসে দেখা যায় জান্নাতিদের জন্যও থাকবে চিরুনীর ব্যবস্থা! জান্নাতীদের বর্ণনা সম্বলিত হাদিসটির এক জায়গায় এসেছে, “….. তাঁদের চিরুনী হবে স্বর্ণের।…. ”
(সহিহ মুসলিম, হাদিস নং ৭০৪১)
রসূল সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ্ এর সৌন্দর্যকে ফুটিয়ে তোলার লক্ষ্যে আজ থেকেই শুরু হোক দাড়ি-চুলেতে চিরুনীর ব্যবহার !
Leave feedback about this