Description
মনে পড়ে এখনো, টেস্ট পরীক্ষার আগ দিয়ে স্কুলের ইনচার্জ স্যার গার্জিয়ান ডাকায়ে খুব বকলেন আমায়ঃ এই ছেলে অতিরিক্ত ইন্টারনেট চালায়, এই দেখেন সেটের অংকে সেটমাইনাস ( \ ) এর জায়গায় স্ল্যাশ ( / ) লিখে আসছে খাতায়!… আজ এই নয়বছর পরেও স্যারকে যখন দেখি রাস্তায়, সেই স্মৃতি স্মরণে বুক ধরফর করে সত্যি, কিন্তু বিশ্বাস করেন,একদম বুকের ভেতর থেকে শ্রদ্ধামেশানো সালাম-ও আসে তার জন্য।
মেশক আসওয়াদ সেই গুরুগম্ভীর, ভারিক্কি শিক্ষকের মত। যাকে দেখলে ভয় আর শ্রদ্ধা দুই-ই জাগে ! কাপড়ে মাখলে ধীরে ধীরে যেই কোমল পাওডারি স্রোত বয়ে যাবে ; মনে হবে এইতো ইস্পাতকঠোর রফিক স্যার সালামের জবাব নিয়ে গলাটা কোমল করে জিজ্ঞেস করলেনঃ বাবা, তুমি ভালো আছো?
Leave feedback about this