বর্ণনা
জানেন, রসূল সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম এর সময় একবার খুব অনাবৃষ্টি দেখা দিয়েছিল। আকাশ মারফত আসা জলের বিহনে বিনষ্ট হতে থাকল মাল-সম্পদ, জীবিকার পথ হলো রুদ্ধ। রসূল (সা:)র কানে এ খবর পৌঁছুলো যখন, উনি দুহাত তুলে রব্বে কারীমের দরবারে বৃষ্টির জন্য আকুল আবেদন করলেন। সর্বকালের সবচাইতে নিষ্পাপ মানুষটির পবিত্রতম দুআর বরকতে কিছুক্ষণের মধ্যেই আবির্ভাব ঘটে মেঘের আর জরাজীর্ণ জমিনের বুকে নেমে আসে কাঙ্ক্ষিত বারিশাত..! রৌদ্রের খরতাপে ফেটে চৌচির হওয়া মাটির বুকে বহুকাল পরে নেমে আসা "হঠাৎ বৃষ্টি"র সুবাস (যাকে কেউ কেউ কাব্যিক ভাষায় Petrichor বলে থাকেন) , তা মানবমনে কি পরিমাণে যে ড্রামাটিক পরিবর্তন নিয়ে আসতে পারে - সেটা যদিও লেখার অক্ষরে তুলে ধরা সম্ভব না একটুও ; তবুও অনুপম ঘ্রাণের হঠাৎমনভালোকরা এক দুর্লভ সুবাস "Mitti Supreme" এর কারিশমা নিয়ে কিছু বলতে চাচ্ছি আজ :) মাটির সাথে আমাদের সম্পর্ক কেমন, তা বোঝার জন্য একটি আয়াতই যথেষ্টঃ আল্লাহ সুবহানাহু তা'আলা বলেন: "এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব।" (সূরা ত্বহা, ৫৫ নাম্বার আয়াত) আমাদের যেখানে মাটিতেই হয়েছে শুরু, মাটিতেই হবে শেষ, মাঝের এই স্বল্প সময়টুকুতেও এই মাটিকে মন-মস্তিষ্কে ধারণ করে আপন করতে শেখাবে "মিট্টি সুপ্রীম"। দুনিয়ার বুকে বিশাল অট্টালিকা কিংবা কুঁড়েঘর -- যাই কামাই করিনা কেন, মৃত্যুর পরে যেখানটা আমার বহুদিনের আবাসস্থল হবে ; কবরের কথা বেমালুম ভুলে থাকা এই আমাদেরকে সেই গহীন একাকী ঘরের কথা মনে করাবে... অর্গানিক আত্তার আর ক্যামিকাল পারফিউম-অয়েলের মধ্যে পার্থক্য-টা আকাশ পাতাল দূরত্ব থেকেও বেশি। ক্যামিকাল পারফিউম-অয়েল আপনাকে সুঘ্রাণিত করে রাখবে কয়েকঘণ্টা, কিন্তু আপনার মনকে উদ্বেল করবেনা, আপনার মস্তিস্কে চলতে থাকা জটিল কোন চিন্তাকে সে শানিত করবেনা। অর্গানিক আত্তার এদিক দিয়ে একদম ভিন্ন।এরা আপনাকে বেশ ক ঘ্রাণের সমুদ্রে ভাসাবে ত অবশ্যই ,পাশাপাশি ইফেক্ট ফেলবে মনের উপরেও, চিন্তার আধারেও। সত্যিকারের অর্গানিক যদি স্নিফ করেন একবার, সব দুশ্চিন্তা এক পলকে নাই হয়ে যেতে বাধ্য, আপনার ভেতরটা এক লহমায় পবিত্রতায় ছেয়ে যাবেই যাবে! Afdal - افضل সিদ্ধান্ত নিয়েছিল, সে নিজেকে নিয়োজিত রাখবে দুর্লভতর অর্গানিক আত্তারের সন্ধানে ; আর এই আপনাদেরকে প্রাকৃতিক ঘ্রাণাবলির সাথে পরিচয় করায়ে দিবে।
রিভিউ
রিভিউ দিতে সাইন ইন করুন
সাইন ইন