বর্ণনা
অউদ আসফার, খোলা মনের মানুষদের জন্যি । ঘ্রাণটা টেনে নিলে বুকের মাঝে আজব এক ধরণের শূন্যতা জায়গা করে নেয়, ঠিক যেনো অউদের কড়াত্ব টা খুঁজে পাওয়া যায় না এতে। খানিক বাদে আবার যখন ঘ্রাণ নিতে যাবেন, অনুভূতি-টা সবুজাভ গাছগাছালির মাঝে দাঁড়ায়ে আকাশ দেখতে দেখতে আচমকা হাতের উপরে চিকন ফালি-বেত এর সপাৎ বাড়িতে সম্ভিত ফিরে আসার মতো! ঘ্রাণটা কর্পোরেট ঘ্রাণ নাহ । যারা বাসার ভয়ে অউদ ব্যবহার করতে পারেন নাহ, তাদের জন্য বড্ড পারফেক্ট সুঘ্রাণ । হলুদাভ অউদ-টা আরো মন কেড়ে নিতে পারে ২৫ থেকে ৪৫ বয়েসের ঠান্ডামেজাজী ভাইদের.. একটু ভারিক্কি, আব্বুবয়েসী মানুষদের একটা বড় অংশও আপন করে নিবেন একে, ইনশাআল্লাহ ^_^
রিভিউ