Description
ভার্সিটি-তে বন্ধুরা আসল নামের বদলে আতরচি নাম-টা ধরেই ডাকে । কিছু কিছু ‘ফ্রেন তো একধাপ এগিয়ে , সেদিন ধানমন্ডি যাওয়ার লাগি রিক্সায় চড়েছি, টিএসসি ক্রস করার সময়ে আকাশ-বাতাস কাপায়ে ভেসে এলো ” ওই আতর, ওই আতর” চিক্কুর ! রিক্সা থেকে মাথা বের করে দেখি টিএসসির কমপক্ষে দেড়শ জোড়া চোখ রিক্সার দিকেই আবদ্ধ *_* উৎসের দিকে তাকায়ে বুঝলাম, সেদিক দিয়ে যেতে থাকা দুইজন ক্লাসমেইট টাটাবাইবাই বলার জন্য ডাক দিয়েছে -_- ... যাই হোক, প্রায় দেড়মাস ধরে নিয়মিত একটা কাজ করা হয় বন্ধুগুলোর সাথে। প্রতিদিন ই নতুন একটা করে পারফিউম নিয়ে যাই, ক্লাস যখন বোরিং হয়ে উঠে, স্যারের লেকচারের মাঝেই টুপ করে সুঘ্রাণের ডিব্বা-টা বের করি , ডিব্বা ঘুরপাক খায় হাতে হাতে, সহপাঠীগুলোর হাত সিক্ত হয়ে উঠে তরল স্বপ্নালুতায় ^_^ তারা পায় বোরিংনেস থেকে ছুটকারা ; আর তাদের মেন্টালিটি মাথায় রেখে, তাদের ফেসিয়াল এক্সপ্রেশানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আতরচি ” কোর্স২০১: ক্রেতার মন পড়তে পারা ” এর ল্যাব ওয়ার্ক চালাতে থাকে…!
.
তো, যা বলছিলাম। এই দেড়মাসের রিসার্চ পেপার সাবমিট করতে চাইলে, শুরুতেই উঠে আসবে, পারফিউমেন্সের এযাবতকালের বেস্ট সেলিং সুঘ্রাণ ” পোলো ব্লু” এর কথা ! ৯০% সহপাঠী একে আপন করে নিতে চেয়েছে, ঠিক যেভাবে প্রতিমাসে দেড়শ থেকে দুইশতাধিক ভাইএরা এই ঘ্রাণকে পকেটবন্দী করে ফেলেন মানিব্যাগবন্দী/বিকাশবন্দী টাকার বিনিময়ে 😀
cse.pronab –
খুবই ভালো লেগেছে
Mohammad Nazmul (verified owner) –
ভালো লেগেছে
md.arifur01 –
খুব ভালো লেগেছে
Rifat (verified owner) –
Alhamdullah khub vlo 🙂
shakil (verified owner) –
অসাধারন
mdmosiurrahman12 –
ভাল লেগেছে
মোঃ ফারহান তানভীর –
আমার সবচেয়ে প্রিয় আতর গুলোর মধ্যে একটি।
nazmul –
best smell ever .
সামিয়ান সাবির –
Alhamdulillah …ki odvut ek ator …osadharoN ….অসাধারণ অনুভুতি …।
roney007du (verified owner) –
তিন তারা দেওয়ার কারণ আপনার আশেপাশের মানুষের অসুবিধের কারণে। আসলেও প্রচন্ড শক্তিশালী একটি ঘ্রাণ। অনেকের কাছেই বিরক্তির কারণ হতে পারে। তবে কিছুক্ষণ পরে খুব রিফ্রেসিং একটা ভাব আসে। কড়া ঘ্রাণ নেওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে নইলে এটি আপনার জন্য নয়।
Nur Mohammod –
প্রথমেই পারফিউম্যান্স কে ধন্যবাদ জানাচ্ছি দ্রুত ডেলিভারি দেয়ার জন্য। আর ঘ্রাণ, তা তো আতরচি আগেই বলে দিয়েছেন। তবে আর যাই হোক খুব কড়া ফ্লেভারের পোলো ব্লু, ঠিক যা ভেবেছিলাম তাই। কার কেমন লেগেছে জানিনা, আমার কাছে অনেকটা কাঁচা লেবুপাতা টাইপ লেগেছে, তবে কিছুক্ষণ পর অবশ্য ফ্রেশ একটা ফ্লেভার আসছে। বাকি রইলো কতক্ষন পর্যন্ত লাস্ট করে সেটা দেখা।
mazharul samrat (verified owner) –
aAlhamdullah khub valo
JN Hridoy (verified owner) –
ঘ্রাণটা ঠিক কেমন বর্ণনা করতে পারব না।তবে আমার অনেক পছন্দ হয়েছে। বিশেষ কারণ- কড়া ঘ্রাণ আমার পছন্দ।
Arafat Hossain –
আমি যদি বলি এটা আমার অতি প্রিয় পারফিউম গুলোর তালিকায় রয়েছে তাহলে আমি মিথ্যা বলবো, তবে এটা আমার কাছে ভাল লেগেছে কারন এটার টপনোট এরোমেটিক মিডেলনোটে বাসিল টাইপের কিছু স্মেল পেয়েছি আর বেইছ নোট লেদারি আর হাক্কা উডি। তবে আমার বউ, আমার মা আর আমার শাশুরীর কাছে এটা খুব ভাল লেগেছে। হয়তো এটা মেয়েদের কাছে ভাল লাগে। যারা তাদের স্ত্রীদের কাছে আকর্সনীয় হতে চান তারা এটা ব্যবহার করতে পারেন।
আসাদুল্লাহ (verified owner) –
খুব কড়া টাইপের ; মিন্ট মিন্ট 🙁
রেটিং : ২ আউট অফ ৫
nahid_hridoy (verified owner) –
ভালো লেগেছে
Mahmud (verified owner) –
I bought it just seeing the review but It was below expectation and it smell like “agorbati”.
Mahmud (verified owner) –
I reviewed it as one star just about twenty days ago and now back to the site to edit the review but sad thing is that you guys don’t have review edit option 🙁
Hafizur Rahman –
I have been using this for over 1.5 years. So much love this fragrance 😀
Asif –
Strong, aquatic,soapy, ভালোই তবে সেরা বলবো না।
atn4404 (verified owner) –
ঘ্রাণটা ভালো, তবে ওভাররেটেড মনে হলো আমার কাছে। শুরুর স্মেলটা অত্যন্ত স্ট্রং, সবাই নিতে পারে না। আবার ঘ্রাণটার স্থায়িত্ব খুব বেশি না, মাঝামাঝি লেভেলের। তবে মানতেই হচ্ছে, ঘ্রাণটা ভালোই রিফ্রেশিং, আর ‘ফুসস পারফিউম’ এর সাথে ভালোই মিল। এটার মিডল নোটটা অসাধারণ, তুলনা হয় না। ব্যবহার করলে সেটার জন্যই করা উচিত।
farid.rahman1630 (verified owner) –
আসলেও প্রচন্ড শক্তিশালী একটি ঘ্রাণ। অনেকের কাছেই বিরক্তির কারণ হতে পারে।কড়া ঘ্রাণ নেওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে নইলে এটি আপনার জন্য নয়। (Copeid)
Avi Gupta (verified owner) –
এই পারফিউম অনেক বেশি অ্যাগ্রেসিভ । খুব সহজেই ছড়িয়ে যায় । আত্মবিশ্বাসী পুরুষের জন্য মানানসই । তবে অফিস বা ক্লাসের জন্য উপযোগী নয় । জিমে যাওয়ার জন্য বা এডভেঞ্চারে যাওয়ার জন্য মানানসই ।
sajib (verified owner) –
সুন্দর ঘ্রান ভাল লেগেছে । আবার ওয়ার্ডার করব ইনশাআল্লা।
sajib (verified owner) –
সুন্দর ঘ্রান ভাল লেগেছে । আবার ওয়ার্ডার করব ইনশাআল্লাহ।