4.55
/5Based on 22 rating(s)
নেয়ার পড় মাত্র ১ দিন ব্যবহার করার সুযোগ পেয়েছি। পড়ের দিন খালাতো ভাই এসে স্মেল দেখে নিয়ে গেল। ছোট ভাই কিছুই বলতে পারলাম না। ভাই নিয়ে যাওয়ার পড়ের দিনই নিজের ছোট ভাই বলছে ভাইয়া আতরটা কাই আমি বললাম সাজিদ (খালাতে ভাই)নিয়ে গেছে। ভাই বলল ঔইটা কেন দিলি। আমি বললাম আমি দেইনি ও নিয়ে গেছে। ধন্যবাদ পারফিউমেন্স।
এক কথায় অসাধারন। ১৫ মি.লি. কেনার পরামর্শ থাকলো
আমার কাছে মুটামুটি লেগেছে! তবে এটার ঘ্রাণ একবারেই ফেলে দেওয়ার মত নয়! এই প্রাইসে ভালোই পেয়েছি! ধন্যবাদ
I just love it…but it not stay much time..
Nice Smell 🙂
খুব বেশি ভালো লাগে নাই, ঘ্রাণ খুবই কম।
চমৎকার ঘ্রাণ। নাকের সাথে ঝুলিয়ে রাখতে মন চাইবে টাইপের আরকি 😛 ঘ্রাণের স্থায়ীত্ব বাড়ানো গেলে টপ সারির পারফিউমদের সাথে টেক্কা দেয়ার ক্ষমতা রাখে।
৪.৫ এমএল কিনেছিলাম। আশে পাশে এতই জানান দেয় যে আমার বন্ধুদের মধ্যে অলরেডি ৫/৬ জন স্মেল নিয়ে বলেছে মামা আমার লাগবো। পরে তাদের পার্ফিউমেন্সের পেজের লিংক ধরাই দিলাম। তারা কিনে নিলো। সবার পছন্দ হবে। প্রজেকশান, লন্জিটিভিটি অনেক ভালো।
আমার কাছে স্থায়িত্ব খুব কম মনে হয়েছে। তবে ঘ্রান সুন্দর।
খুবই ভালো লেগেছে
Leave feedback about this