Description
এই তো কয়েকদিন আগের কথা । শোরুম থেকে ফিরছি বাসায়, কি এক কারণে মন প্রচন্ড খারাপ , তাই মাথা নিচু করে আস্তে আস্তে আপন মনে চলেছি গন্তব্যপানে … হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় সম্ভিত ফিরলো। নাহ, আক্ষরিক অর্থে ধাক্কা নয়, বরং ঘ্রাণ জগতের সেই আচমকা ধাক্কায় চনমনে ফুলেল ঘ্রাণের এক বিশাল বাগানে হোচট খেয়ে পরলাম যেনো !! পেছন ফিরে তাকায়ে দেখি, সাদা পাঞ্জাবি পায়জামা পরহিত এলাকার সেরা সার্জন হেঁটে চলে যাচ্ছেন , তার আশপাশের তিন চার ফুটের ব্যবধিতে নিজ কামাল দেখাচ্ছে রাসাসি ব্লু নামক অনন্যসাধারণ সেই ঘ্রাণ-টি
Leave feedback about this