Description
বায়তুল মোকাররমে যেই মার্কেটটা আছেনা? ঘড়ির দোকানগুলোর পাশ দিয়ে আগালে ঠিক মাঝ বরাবর নিজেকে ছোটখাটো চারকোণা একটা মাঠের মত জায়গায় আবিষ্কার করবেন। সেখানে পথ ঘেষে প্রায় শত বছর ধরে কিছু খাঁটি লেদারপণ্যের দোকান ঘাঁটি গেড়ে বসে আছে, ব্রিটিশ-পাকিস্তান আমল সবকিছুকে সামলে নিজেদেরকে টিকিয়ে রেখেছে। একশভাগ পিওর চামড়ায় তৈরি ব্যাগ, জুতো, (কোভিডের ধাক্কা সামাল দিতে) কাস্টমারের বডি’র মাপে বানানো চামড়ার অর্ডারি জ্যাকেট আর কটি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আনমনে পথ হারিয়ে কিংবা জীবনের প্রতিটা পদে আগেকার মতো লেদারি আভিজাত্য ফিরিয়ে আনতে ভিন্টেইজ সেসব দোকানে ঢুঁ মারেন যদি, অবিকল ‘টম টাস্কান’ এর ঘ্রাণ ঘুরপাক খেতে দেখবেন (*শুঁকবেন) সেথায়!
Leave feedback about this