Description
সাধারণত যেটা হয়, শোরুমে মানে অফলাইনে আগে নিয়ে আসি নতুন কোন ঘ্রাণ, সেটা ক্রেতাদের কেমন লেগেছে তা বিচার বিশ্লেষণ করে এরপরে অনলাইনের ময়দানে নিয়ে আসা হয়। আজ একটা ব্যতিক্রম হয়ে যাক? পারফিউমেন্সের ১০৫ নাম্বার ঘ্রাণের মোড়ক উন্মোচন এখানেই হোক? 😀
Ultra Male ঘ্রাণটা অনেক দিক থেকেই তাই ইউনিক। মিষ্টি হওয়ার পরেও ম্যানলি, প্রায় ৮ঘন্টার মতন স্থায়িত্ব হলেও একঘেয়েমি নিয়ে আসে না, প্রথমবার ঘ্রাণ নিয়ে সাধারণ মনে হলেও ১০সেকেন্ডের মাথায় নাক আবার সেই জায়গায় নিয়ে যেতে বাধ্য করে কিভাবে যেন, তরুণ আর বয়স্ক উভয় বয়েসীরাই আপন করে নেয় — ব্যতিক্রমের শেষ নেই। আপনারাই বলুন, এমন ঘ্রাণের জন্য নিয়ম না ভাংলে কার জন্যে ভাংবো? হু ?
Leave feedback about this