বর্ণনা
আমায় মাফ করবে না? হাজার হোক আমি ত মানুষ, ভুল ত মানুষের-ই হয়, নাকি! পারফিউমেন্সের একদম শুরু থেকে তুমি স্টকে ছিলে। কয়েক মাস না যেতেই কি এক পাগলামি চেপে বসলো মাথায়, স্টক ছোট করতে হবে! ১০০+ কালেকশান থেকে ধীরে ধীরে ৬০+ এ নামতে হলো, সেই সময়েই কিভাবে যেনো তোমাকে হারায়ে বসলাম.. নতুন করে আবিষ্কার করলাম এইত সেদিন। "আরেহ আরেহ, এই লাল টুকটুকে ঘ্রাণ এতো ছড়াচ্ছে কেনো! " -- নাম-টা নজরে আসতেই জিহ্বায় যেই বড় কামড় লেগেছে না!! তোমার ঘ্রাণ কিভাবে বর্ণনা করি বলো ত? তুমি পোলোর চাইতে বেশি একোয়াটিক, ইনফিম্যানের চাইতে বেশি কড়া, আবার জোভানের চাইতে বেশি মসলাদার! এইযে জেডেক্স সাহেব, বাকিদেরকে টেক্কা দিতে তোমার এত্তো বেশি সখ কেনো, বলো ত!
রিভিউ