বর্ণনা
কল্পকাহিনীতে রাজপ্রাসাদে রাজা'র প্রবেশের সময় হইচই লেগে যায় চারিদিকে। সবাই তাকে পথ ছেড়ে দেয়, পাইক-বরকন্দাজ নিয়ে এগিয়ে চলে বিশাল বহর। প্রাসাদে পৌঁছে রাজামশায় আয়েস করে বসবেন সিংহাসনে, সভা চলবে দুলকি চালে.. তবে সত্যিকারের রাজা বলতে যাদের চিনি, দ্বিন ইসলামের যেই বীর শাসকেরা রাজ্য চালাতেন আল্লাহ'র সন্তুষ্টির কথা মাথায় রেখে -- খামখেয়ালি আয়েসি জীবন তাদের খুব অপছন্দ ছিলো। দিন-রাতের তফাৎ ঘুচে যেত তাদের সামনে, হিতকর কাজ আর দৃঢ়হাতে রাজ্যশাসনে মশগুল রইতেন তারা। সালতানাতে সেই দৃঢ়চেতা সত্যিকারের সুলতানি ভাব টের পাওয়া যায়!
রিভিউ