বর্ণনা
অনেকেই তাদের বিয়ের ঘরটা সাজান হাজার হাজার গোলাপ দিয়ে । সাথে সাথে ঘ্রাণ টের পাওয়া যায় না সেভাবে । যদি আলসেমি করে সেই গোলাপগুলো রেখে দেওয়া হয় পরেরদিন-টাও, সেই আলসেমি'র ফল বড্ড মধুর হয়ে উঠে । হাজারো "বাসী গোলাপের পাপড়ি" যেই ঘ্রাণ ছড়ায় , সেই ঘ্রাণ অতুলনীয়, সেই সুঘ্রাণ ব্যাখ্যাতীত । ভারসাচে তে খুঁজে পেয়েছি সেরকম ঘ্রাণ!
রিভিউ