বর্ণনা
এইবার তাহলে সেই পারফিউমটের কথা বলি, যেটা সৌদি আরবে থাকাকালীন আমার আব্বুর মন কেড়ে নেয়েছিলো বলে, সে প্রায় ২৫বছর আগেকার কথা... দেশে ফিরার সময় নিয়েও এসেছিলেন, কিন্তু কতই বা আর থাকে!... এত বছর পর আব্বুর হাতে আবার যখন তুলে দিলাম "জেহরাতে ইবতিহাজ", অন্যরকম এক আভা দেখেছি তার চেহারায়
রিভিউ